বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

নির্বাচন নিয়ে কথা বলে ফল পাবেন না : নাসিম

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

‘আপনারা (ঐক্যফ্রন্ট) নির্বাচনে অংশ নিলেন, অথচ মাঠে থাকলেন না। আজ সিটি নির্বাচন নিয়ে আপনারা কথা বলছেন, এটা ঠিক নয়। নতুন করে ভোট নিয়ে কথা বললে কোনো ফল পাবেন না। কারণ আপনারা জনগণ থেকে পালিয়ে গেছেন।’

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ১৪ দলের মুখপাত্র মো. নাসিম এসব কথা বলেন। বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি সভাটির আয়োজন করে।

সাবেক এই মন্ত্রী ঐক্যফ্রন্ট নেতাদের কাছে প্রশ্ন রেখে বলেন, আপনারা নির্বাচনকে ভণ্ডুল করতে উঠে-পড়ে লেগেছেন। কিন্তু কেন?

এ সময় নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে নাসিম বলেন, কাউকে পরোয়া না করে আপনারা স্বাধীনভাবে কাজ করুন। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন তাই করুন। কারো কাছে নতি স্বীকার করবেন না। কারণ নির্বাচনে আপনারাই সর্বেসর্বা।

অনুষ্ঠানে রাশেদ খান মেনন বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা  রাজনীতি থেকে বসে পড়ুন। আমরা দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাই।

তিনি বলেন, আপনারা নির্বাচন করবেন, আবার নির্বাচন নিয়ে প্রশ্নও করবেন, এটা কোন ধরণের কথা। আপনারা জনগণ থেকে দূরে থাকবেন আর জনগণ আপনাদের ভোট দেবে, এটা কেমন প্রত্যাশা। আর এটা ভাবেনই বা কেমন করে?

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পাটির সভাপতি কমরেড রাশেদ খান মেনন,  আওয়ামী লীগ উপ-কমিটির সহ সম্পাদক অ্যাডভোকেট বললাম পোদ্দার, কৃষক শ্রমিক পার্টির মহাসচিব মো. ফোরকান আলী হাওলাদার,  মো. শহিদুল ইসলাম মোল্লা প্রমুখ।