রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

বরগুনায় ঝড়ে পাঁচ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার ভোরে উপকূলীয় জেলা বরগুনায় ঝড়ে পাঁচ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। 

এছাড়া ঝড়ের কবলে পাথরঘাটার বলেশ্বর নদে নৌকা ডুবে জামাল হোসেন নামে এক জেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো তিনজন।

 

নিহত জামাল হোসেন উপজেলার সদর ইউপির ছোট টেংরা গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।

সদর উপজেলার নলটোনা ইউপি চেয়ারম্যান মো. হুমায়ূন কবীর বলেন, ঝড়ে এই ইউপির নিশানবাড়িয়া, গর্জনবুনিয়া ও সোনাতলা এলাকায় অন্তত দেড় শতাধিক ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এছাড়াও অবকাঠামোগত ক্ষতিগ্রস্ত হয়েছে আরো শতাধিত বসতি।

ঢালুয়া ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল টিটু বলেন, এই ইউপির নলী, চরকগাছিয়া ও বান্দরগাছিয়া এলাকায় অন্তত শতাধিক বসতি বিধ্বস্ত হয়।

পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউপি চেয়ারম্যান আকন মোহাম্মদ শহীদ বলেন, এই ইউপির কালমেঘা, কুপদোন ও ছোনবুনিয়া এলাকায় অন্তত শতাধিক ঘর বাড়িঘর বিধ্বস্ত হয়।

বরগুনা সদর ইউএনও আনিসুর রহমান বলেন, টর্নেডোয় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে আপাতত ক্ষতিগ্রস্তদের প্রাথমিক ত্রাণ সহায়তা দেয়া উদ্যোগ নিচ্ছে উপজেলা প্রশাসন। 

 

পাধরঘাটা ইউএনও মো. হুমায়ূন কবীর বলেন, ঝড়ে এ উপজেলার বিভিন্ন স্থানে অর্ধশতাধিক বাড়িঘর পুরোপুরি বিধ্বস্ত ও দুই শতাধিক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরির পাশাপাশি তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হবে।

ডিসি মো. কবীর মাহমুদ বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এরইমধ্যে সংশ্লিষ্ট ইউএনও, উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা করা হবে।