প্রেসক্লাবে শাহ আলমগীরের জানাজা অনুষ্ঠিত
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ও বিশিষ্ট সাংবাদিক শাহ আলমগীরের জানাজা বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
এর আগে বেলা ১টা ৩০ মিনিটে প্রথম জানাজা গোড়নে অনুষ্ঠিত হয়। শাহ আলমগীরের দ্বিতীয় জানাজা ২টা ৩০মিনিটে পিআইবিতে অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় উত্তরাতে তার শেষ জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৫টায় তাকে উত্তরা ১২ নম্বর সেক্টরে সমাহিত করা হবে।
বৃহস্পতিবার সকালে লাইফ সাপোর্টে রাখা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘কবি আবু জাফর ওবায়দুল্লাহ সাহিত্য পুরস্কার ২০০৬, ‘চন্দ্রাবতী স্বর্ণপদক ২০০৫’, ‘রোটারি ঢাকা সাউথ ভোকেশনাল এক্সিলেন্স এওয়ার্ড ২০০৪’ এবং ‘কুমিল্লা যুব সমিতি এওয়ার্ড ২০০৪’ পেয়েছেন শাহ আলমগীর।
