রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

শাহ আলমগীরের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ও বিশিষ্ট সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বৃহস্পতিবার পৃথক বার্তা তারা এ শোক জানান। 

বঙ্গভবন প্রেস উইং জানায়, পিআইবির মহাপরিচালক ও বিশিষ্ট সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

তিনি বলেন, শাহ আলমগীরের মৃত্যু বাংলাদেশের গণমাধ্যম জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার নীতি ও আদর্শ সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। 

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শাহ আলমগীরের মৃত্যুতে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।  

এর আগে সকাল ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শাহ আলমগীর মারা যান।