নির্বাচনী পরিবেশ সুন্দর: স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:২৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
নির্বাচনী পরিবেশ সুন্দর আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, নির্বাচনী পরিবেশ সুন্দর আছে। আমি যতটুকু দেখেছি সবগুলোতেই সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোট চলছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় শেরেবাংলা নগরের রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেয়া শেষে তিনি এসব কথা বলেন।
এসময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে।
ভোট কেন্দ্রে ভোটারের সংখ্যা কম নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার নিজেরই ভোট দিতে দুই মিনিট সময় লেগেছে। ওয়েদারের জন্য সকাল বেলা কম ছিল। আস্তে আস্তে বাড়বে। নিরাপদে সকল ভোটাররা ভোট দেবেন।
