রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

শাহ আলমগীরের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ও বিশিষ্ট সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। মন্ত্রী বলেন, তার মৃত্যুতে একজন নিবেদিত গণমাধ্যমকর্মী ও কলম সৈনিককে হারালাম। 

বৃহস্পতিবার সকাল ১০ টায় ঢাকা সিএমএইচে ক্যান্সার চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন শাহ আলমগীর (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন। বিকেল ৩ টায় জাতীয় প্রেস ক্লাবে তার মরদেহে শ্রদ্ধা জানাবেন তিনি। 

অন্যদিকে শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক তথ্যমন্ত্রী ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু। 

তিনি বলেন, তার মৃত্যুতে আমরা একজন অকুতোভয় গণমাধ্যমযোদ্ধা এবং সংবাদজগতের অনন্য প্রতিভাকে হারালাম। হাসানুল হক ইনু প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন। 

দুপুর ২ টা ৩০ মিনিটে পিআইবিতে এবং বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে শাহ আলমগীরের মরদেহে শ্রদ্ধা জানাবেন তিনি।