রোববার   ১৬ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১ ১৪৩২   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

নোয়াখালী-কক্সবাজার ম্যাচ ড্র

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে নোয়াখালী-কক্সবাজার জেলা দলের খেলায় গোলশূন্য ড্র হয়েছে।

বুধবারের বিকেল সাড়ে ৩ টায় শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে এ ম্যাচ হয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার লাভ করেন নোয়াখালী জেলা দলের খেলোয়াড় ইউনুস নবী। প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের।

এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সম্পাদক রাশেদ হোসাইন, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আজম চৌধুরী, নুরুল আফসার কবির শাহজাদা, মোহাম্মদ তৌহিদুল ইসলাম তুহিন, প্রবীণ ক্রীড়া সংগঠক গোলাম হায়দার মজুমদার প্রমুখ।

ম্যাচ চালাকালিন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খেলা উপভোগ করেন। এ টুর্নামেন্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দল ছাড়াও চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা দল অংশগ্রহণ করে। ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় একই মাঠে খাগড়াছড়ি জেলা দলের মুখোমুখি হবে লক্ষীপুর জেলা দল।