২৬ বছরে অলিভিয়ারের অবসর
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৫৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
২৬ বছরের ডুয়ানে অলিভিয়ার, উজ্জল ভবিষ্যতের হাতছানি ছিল সামনে। সম্ভাবনাময় একজন ক্রিকেটারের পারফরম্যান্সে এমনই আভাস ছিল। কিন্তু হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তিনি।
গত বছরের শেষ দিকে পাকিস্তানের দক্ষিণ আফ্রিকা সফরে বল হাতে দানব হয়ে উঠেছিলেন তিনি। একের পর এক উইকেট শিকারে প্রোটিয়াদের নতুন আশার আলো হয়ে ধরা দিয়েছিলেন ২৬ বছর বয়সী এই পেসার। তিন ম্যাচ টেস্ট সিরিজে নিয়েছিলেন ২৪ উইকেট। দুর্দান্ত পারফরম্যান্সের জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কারও।
ইয়র্কশায়ারের হয়ে খেলতে চুক্তি করেছেন অলিভিয়ার। কাউন্টি ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তি করায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে হয়েছে তাকে। দক্ষিণ আফ্রিকার সবশেষ ক্রিকেটার হিসেবে কলপাক চুক্তিতে জাতীয় দল ছাড়লেন এই পেসার। এই চুক্তি অর্থ হলো সবার আগে কাউন্টি ক্লাবই প্রাধান্য পাবে।
শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে সবশেষ সিরিজেও স্টেইন-রাবাদাদের দাপটের মাঝে নিয়েছেন ৭টি উইকেট। কিন্তু কয়েকদিনের মধ্যেই ক্যারিয়ারের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অলিভিয়ার। যেটি তার কাছে ‘জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’।
নিজের ইনস্টাগ্রামে এই পেসার লিখেন, ‘আমার সিদ্ধান্ত অনেকের বুঝতে কঠিন হবে, তবে পেশাদারি খেলোয়াড় হিসেবে আমার জীবনটা ছোট্ট। আর এই সময়টাতে আমাকে আমার সুযোগগুলো নিতে হবে। সবদিক চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছি।’ মাত্র ২৬ বছর বয়সে ক্যারিয়ার সূর্যটা যখন মধ্য গগনে তখনই দক্ষিণ আফ্রিকা ক্রিকেটকে বিদায় বললেন ডুয়ানে অলিভিয়ার।
কাউন্টি ক্রিকেটে খেলতে এমন কঠিন সিদ্ধান্তটা নিয়েছেন প্রোটিয়া তরুণ এ পেসার।
২০১৭ সালে টেস্টের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার জার্সিতে তার অভিষেক হয়। সেই সুযোগটাও এসেছিল আরেকটি কলপাক চুক্তিতে। প্রোটিয়া পেসার কাইল অ্যাবট কলপাক চুক্তিতে কাউন্টিতে নাম লেখালে সুযোগ পেয়ে যান অলিভিয়ার। তবে তার ক্যারিয়ারের সুন্দর সময়টা আসে ২০১৮ সালে পাকিস্তান সিরিজ দিয়ে।
মাত্র দুই বছরের টেস্ট ক্যারিয়ারে ১০ ম্যাচ খেলে নিয়েছেন ৪৮ উইকেট। আর এ বছরের জানুয়ারিতে ওয়ানডেতে পা রাখা অলিভিয়ার দুই ম্যাচে পেয়েছেন ৩ উইকেট।
