বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

সেমি ও ফাইনালের সময় পরিবর্তন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টোয়েন্টির সেমি ও ফাইনালের ম্যাচের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। প্রথম সেমিফাইনালে আাগামী ১ মার্চ মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শুক্রবার দুপুর ১২.৩০ মিনিটে। কিন্তু নতুন সময় অনুযায়ী ম্যাচটি ১ ঘণ্টা ৩০ মিনিট পিছিয়ে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। একই দিনে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি বিকেল পাঁচটার বদলে অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। 

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ৩ মার্চ। একদিন পিছিয়ে সেটি হবে ৪ মার্চ। মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে হতে যাওয়া তিনটি ম্যাচই সরাসরি দেখাবে গাজী টেলিভিশন।

সেমিফাইনালের টিকিট পেয়েছে তিনটি দল। গ্রুপ ‘এ’ থেকে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, ‘বি’ থেকে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, এবং ‘সি’ থেকে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। তবে  ‘ডি’ গ্রুপের কোন দল শেষ চারে উঠবে তা এখনো নির্ধারিত হয়নি।