বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

১৭ মার্চ থেকে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া শুরু 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৪৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

১৭ মার্চ শুরু হচ্ছে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা।‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ’-এ স্লোগান নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনে শুরু হয়ে মাসব্যাপী চলবে এ আয়োজন। 

প্রতিযোগিতা শেষ হবে ১৭ এপ্রিল মুজিবনগর দিবসে। দেশের ৭০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১০টি ডিসিপ্লিনে এ প্রতিযোগিতায় অংশ নেবেন।

বুধবার জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। 

প্রতিযোগিতা হবে ফুটবল, ক্রিকেট, সুইমিং, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, সাইক্লিং ও ব্যাডমিন্টন ডিসিপ্লিনে। অংশ নেবেন ৩ হাজারের বেশি ক্রীড়াবিদ। প্রত্যেক ইভেন্টের প্রথম তিনজন বিজয়ীকে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক দেয়া হবে। সর্বোচ্চ স্বর্ণজয়ী বিশ্ববিদ্যালয়কে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’ হিসেবে এক বছরের জন্য ট্রফি প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, ‘যুব সমাজকে ক্রীড়ার প্রতি আগ্রহী করে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানামুখি প্রকল্প হাতে নিয়েছেন। যার প্রতিফলন এই ক্রীড়া প্রতিযোগিতা। আমরা এই প্রতিযোগিতার মাধ্যমে যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবো। সে সঙ্গে চূড়ান্ত পর্বে বাছাইকৃতদের দীর্ঘমেয়াদী অনুশীলনের ব্যবস্থা করবো।’

আহ্বায়ক নাহিম রাজ্জাক বলেন, ‘তরুণ সমাজকে ক্রীড়ায় অংশগ্রহণের মাধ্যমে অনুপ্রেরণার চেষ্টা করছেন মাননীয় প্রধানমন্ত্রী। এ বছর ১০টি ডিসিপ্লিন নিয়ে শুরু হচ্ছে। আগামীতে আরও ডিসিপ্লিন যুক্ত হবে।’