বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৪৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের টেস্ট দলের নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান দলে নেই আগে থেকেই। হ্যামিল্টন টেস্টে টস ভাগ্য সহায় হলো না টাইগারদের। আর টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

দলে সাকিব আল হাসান নেই। আর মুশফিকুর রহিমও হঠাৎ এই একই কারণে দল থেকে ছিটকে গেলেন। যার ফলে সৌম্য সরকার জায়গা পেয়েছেন একাদশে। বিশ্রাম দেয়া হয়েছে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। এই টেস্টে অভিষেক হচ্ছে ইবাদত হোসেনের। তার সঙ্গে আছেন সৈয়দ খালেদ আহমেদ ও আবু জায়েদ।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, আবু জায়েদ চৌধুরি, ইবাদত হোসেন।

নিউ জিল্যান্ড একাদশ:

জিত রাভাল, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং, কলিন ডি গ্র্যান্ডহোম, টড অ্যাস্টল, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নিল ওয়াগনার।