বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

তামিমের সেঞ্চুরি তবুও ২৩৪ রানে সব শেষ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ওয়ানডে সিরিজে ব্যর্থ টাইগারদের নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টেস্ট মিশন শুরু হয়েছে। প্রথম টেস্টে হ্যামিল্টনে টসে হেরে ব্যাট করতে নেমে ঝড়ো সেঞ্চুরি পেয়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তিনি একা আর কতই বা করতে পারবেন? তামিমের ব্যাট হাসলেও এদিন হাসেনি আর কারও ব্যাট। ফলে ২৩৪ রানে এসে অলআউট হয়ে যায় টাইগাররা। 

নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের টেস্ট দলের নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান দলে নেই আগে থেকেই। হ্যামিল্টন টেস্টে টস ভাগ্য সহায় হলো না টাইগারদের। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। 

উড়ন্ত সূচনা করেন তামিম ইকবাল ও সাদমান ইসলাম। ৩২ বলে ২৪ রান করে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সাদমান। এতে ভাঙে ৫৭ রানের উদ্বোধনী জুটি।

এরপর নতুন ব্যাটসম্যান মুমিনুল হককে দর্শক বানিয়ে শটের রোমাঞ্চ ছড়ান তামিম। ১৩ ওভারের প্রথম তিন বলে বোল্টকে টানা তিনটি চার মেরে মাত্র ৩৭ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। নেইল ওয়াগনারের শিকার হয়ে মুমিনুল হক ফিরেন ১২ রান করে। বল হাতে রীতিমতো ভয়ংকর হয়ে ওঠেন নিউজিল্যান্ডের এই বাহাতি পেসার।

ওয়াগনারের বলে একে একে ফিরে যান মোহাম্মদ মিঠুন (১২), অধিনায়ক মাহমুদউল্লাহ (২২) এবং মেহেদী মিরাজ (১০। আরেক পেসার টিম সাউদির বলে মাত্র ১ রানে ফিরেন বেশ নাটকীয়ভাবে টেস্ট দলে সুযোগ পাওয়া সৌম্য সরকার। 

সবার বিপরীতে দাঁড়িয়ে ঠিক ১০০ বলে ক্যারিয়ারের ৯ম টেস্ট সেঞ্চুরি তুলে নেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তার ১২৮ বলে ১২৬ রানের ইনিংসটি সাজানো ছিল ২১টি চার এবং ১টি ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করা লিটনকে আউট করে ৫ উইকেট শিকার করেন ওয়াগনার। ২৩৪ রানে থামে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের মাটিতে এর আগে সাদা পোশাকে কখনও জয় পায়নি বাংলাদেশ। এবার ভালো সম্ভাবনা থাকলেও ইনজুরির কারণে দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার নেই। বিশেষ করে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের অনুপস্থিতি টাইগারদের বেশ ভাবাচ্ছে।

এ ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে পেসার এবাদত হোসেনের। তার সঙ্গে আছেন সৈয়দ খালেদ আহমেদ ও আবু জায়েদ।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, আবু জায়েদ চৌধুরি, ইবাদত হোসেন।

নিউজিল্যান্ড একাদশ:
জিত রাভাল, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং, কলিন ডি গ্র্যান্ডহোম, টড অ্যাস্টল, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নিল ওয়াগনার।