ভারতের চলচ্চিত্র ও বিজ্ঞাপন বয়কট করল পাকিস্তান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:১১ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ভারতের চলচ্চিত্র ও বিজ্ঞাপন বয়কট করেছে পাকিস্তান। অল ইন্ডিয়া সিনে ওর্য়ার্কাস অ্যাসোসিয়েশন থেকে পাকিস্তানের শিল্পীদের বলিউডে কাজে নিষেধাজ্ঞা জারির পর এই সিদ্ধান্ত নিলো দেশটি।
ভারতশাসিত জম্মু-কাশ্মীরে ১৪ ফেব্রুয়ারি বোমা হামলায় দেশটির সেন্ট্রাল রির্জাভ পুলিশ র্ফোসের (সিআরপিএফ) ৪০ জনের বেশি সদস্য নিহত হয়। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ এক ভিডিও র্বাতায় এ হামলার দায় স্বীকার করে। এরপর থেকে ভারতে চলচ্চিত্র তারকা আর নির্মাতারা প্রতিবাদ জানিয়ে পাকিস্থানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা দেন।
এর পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তান সরকার ভারতের চলচ্চিত্র ও বিজ্ঞপন বয়কট করলো। গতকাল মঙ্গলবার পাকিস্তানের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসনে টুইটারে জানিয়েছেন, পাকিস্তানে ভারতের তৈরি চলচ্চিত্র আর বিজ্ঞাপন বয়কট করা হবে। পাকিস্তানের চলচ্চিত্র পরিবেশকেরাও ভারতীয় সিনেমা বয়কট করবনে।
তিনি সেখানে লিখেছেন, ‘সিনেমা পরিবেশকদের সংগঠন ভারতীয় কনটেন্ট বয়কট করছে। কোনো ভারতীয় সিনেমা পাকিস্তানে মুক্তি দেওয়া হবে না। এ ছাড়া ভারতে তৈরি কোনো বিজ্ঞাপনচিত্র পাকিস্তানের কোনো টিভি চ্যানেলে প্রচার করা হবে না।’
