যৌন হেনস্তার গল্পে তনুশ্রীর নতুন চলচ্চিত্র!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:০৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
বলিউডের আলোচিত অভিনেত্রী তনুশ্রী দত্ত। ‘আশিক বানায়া আপনে’ খ্যাত এ অভিনেত্রী গেলো বছর বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেন। তনুশ্রীর এ অভিযোগের পর ভারতজুড়ে মি টু আন্দোলন ছড়িয়ে পড়ে। হেনস্তাকারী হিসেবে একে একে উঠে আসে বহু তারকা অভিনেতা-পরিচালকের নাম।
বলিউডে যৌন নিপীড়ন বিরোধী আন্দোলন ‘হ্যাশট্যাগ মি টু’ ছড়িয়ে দেয়ার পর সাবেক এ বিউটি কুইন এবার যৌন হেনস্তার ওপর নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি দিতে চলছেন। মূলত বলিউডে যৌন হেনস্তাই এই শর্টফিল্মের প্রেরণা। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রকাশ পাবে।
এ শর্টফিল্মটির সংলাপ লিখেছেন তনুশ্রী দত্ত নিজেই। শোবিজে যৌন হেনস্তার ওপর এই চলচ্চিত্রটির মুক্তি নিয়ে বেশ উত্তেজিত তিনি। কীভাবে তরুণীরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিঃশেষিত হয়, তার গল্প তুলে ধরেছেন এতে। তনুশ্রী এছাড়াও চলচ্চিত্রটিতে তুলে ধরেছেন, কোনো প্রকার পথ প্রদর্শক ছাড়া শোবিজসহ অন্যান্য ক্ষেত্রে নবাগত তরুণীরা কীভাবে ধ্বংসের মুখোমুখি হচ্ছেন।
তনুশ্রীকে সবশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ২০১০ সালে, ‘অ্যাপার্টমেন্ট’ ছবিতে। ১০ বছর আগে যৌন হেনস্তার ঘটনার পরেই শোবিজ থেকে দূরে সরে যান তিনি। এরপর থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তনুশ্রী দত্ত।
