গুড নিউজ! ফের মা হচ্ছেন কারিনা?
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:০১ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
সম্প্রতি ভাইরাল হয়েছে বলিউড অভিনেত্রী কারিনা কাপুররের ছবি। আর ছবিটি নিয়েই বলি মহলে শুরু হয়েছে নতুন গুঞ্জন। কারিনা আবার মা হতে চলেছেন!
তবে না, এই সন্তান সম্ভবা কারিনা কাপুর খানের ছবিটি তার পরবর্তী সিনেমা ‘গুড নিউজ’ এর শুটিং সেটের। আর এ সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন বেবো বেগম। পাশাপাশি তিনি খুব শীঘ্রই ‘তখত’-এর শ্যুটিংও শুরু করবেন।
প্রসঙ্গত, বিয়ের পর, ও মা হওয়ার পর বি-টাউনের অভিনেত্রীদের এবং সাধারণ মহিলাদের কেরিয়ার শেষ হয়ে যায়, এই ধারনা বদলে দিয়েছেন কারিনা কাপুর খান। এমনকী তিনি মাতৃত্বকালীন সময়েও বসে থাকেননি, সমানে কাজ করে গেছেন। মা হওয়ার পর করিনা অভিনীত ‘ভীরে দি ওয়েডিং’ ছবিটিও বক্স অফিসে হিট।
