বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

বাজিরাও ঢঙে নাচ করলেন ট্রাম্প!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:০০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

‘বাজিরাও মাস্তানি’ ছবিতে সৈন্যসামন্ত নিয়ে নাচের দৃশ্যের কথা ভাবলেই প্রথমে রণবীর সিং এর কথা মাথায় আসে। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ভুলিয়ে দিতে পারে সেই ভাবনা!

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে বাজছে রণবীর সিং এর জনপ্রিয় ছবি ‘বাজিরাও মাস্তানি’ সিনেমার গান ‘মালহারি’। দৃশ্যপটে বাকি লোকজনের পোশাকও ছবির দৃশ্যের সঙ্গে হুবহু এক। 

কিন্তু বাজিরাওয়ের ভূমিকায় রণবীর সিং এর জায়গায় দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে! ওই গানের তালে হাসিমুখে নেচে বেড়াচ্ছেন তিনি। নাচের ভঙ্গিও সিনেমার দৃশ্যে রণবীর সিং এর সঙ্গে হুবহু মিলে যাচ্ছে।

 

Peshwa Warrior Trump#DonaldTrump #MAGA pic.twitter.com/s9JOb5e7DR

— mad-liberals (@mad_liberals) February 20, 2019

আসলে এই গানে মোটেও নাচেননি ট্রাম্প। এডিটিং-এর কারুকার্যে ‘মালহারি’ গানের দৃশ্যে রণবীরের জায়গায় বসিয়ে দেয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের মুখ। আর তা দেখেই হেসে লুটোপুটি খাচ্ছেন নেট দুনিয়ার সদস্যরা।