বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভিনদেশে একে অপরে ‘মজে’ আছেন রণবীর-আলিয়া

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

মুকেশ আম্বানি পুত্র আকাশ আম্বানির বিয়ে সেলিব্রেশন উপলক্ষে আপাতত বহু বলি তারকাই রয়েছেন সুইৎজারল্যান্ড। বরফে ঘেরা সুইৎজারল্যান্ডের সেন্ট মরিৎজ শহরে চলছে এই সেলিব্রেশন। 

শীতের জ্যাকেট পরেই সেখানে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে বলি তারকাদের।

আকাশ আম্বানির প্রাক বিবাহ সেলিব্রেশনে যোগ দিতে সেখানে আলিয়াকে নিয়ে পৌঁছেছেন রণবীর কাপুর। অনুষ্ঠানের ফাঁকে একান্তে আলিয়ার সঙ্গে সময় কাটাতে দেখা গেল রণবীরকে। সেই ছবি ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

যেখানে আলিয়া ও রণবীর দুজনকেই সূর্যের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

পাশাপাশি আকাশ আম্বানি সঙ্গীত অনুষ্ঠানেও আলিয়ার সঙ্গে দেখা গেছে রণবীরকে। আবার কখনো উপস্থিত অন্যান্য তারকাদের সঙ্গে খাবার দেতেও দেখা গেছে তাদের। সব ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আবার কখনো সকলের সামনে দিয়েই আলিয়ার হাত ধরে টেনে নিয়ে যেতে দেখা গেছে রণবীরকে।

সবমিলিয়ে বেশ বোঝা যাচ্ছে রণবীর-আলিয়ার এখন সুখের দিন যাচ্ছে। আপাতত একে অপরের প্রেমে মজে রয়েছেন এ জুটি। ভক্তরা এখন শুধুই তাদের বিয়ের পিঁড়িতে দেখার অপেক্ষায় রয়েছেন।