উত্তরায় মেয়র প্রার্থী আতিকুল, নগরবাসীকে ভোট কেন্দ্রে আসার আহ্বান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৪৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
বিরূপ আবহাওয়ায় শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে উত্তরার ৪ নম্বর সেক্টরে নবাব হাবীবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। এ সময় তিনি নগরবাসীকে ভোট কেন্দ্রে আসার অনুরোধ করেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় নিজের ভোট দেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন তার মেয়ে।
আতিকুল ইসলাম বলেন, আমার আশা ছিল বিএনপি নির্বাচনে অংশ নেবে। তাহলে নির্বাচনের তাৎপর্যতার মাত্রায় নতুন কিছু যোগ হতো। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আতিকুল বলেন, নগরবাসী কেন্দ্রে এসে ভোট দিলে নৌকার জয় হবে, ইনশাল্লাহ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। যে নৌকা আমাদের স্বাধীনতা দিয়েছে। এই নৌকা দেশকে উন্নয়নের মাধ্যমে নতুন অর্থনৈতিক শক্তিতে পরিণত করেছে। ইনশাআল্লাহ, এবারো নৌকারই জয় হবে।
এর আগে সকাল ৮টায় একযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র পদে উপ-নির্বাচন ও দুই সিটির সম্প্রসারিত ওয়ার্ডে কাউন্সিলর পদে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়।
