ঢাকার দুই সিটিতে ভোট চলছে
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৪৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
রাজধানীতে বিরূপ আবহাওয়ায় উত্তরে মেয়র পদে উপ-নির্বাচন ও দুই সিটিতে কাউন্সিলর পদে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ চলছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনের ফলাফলেই নির্ধারিত হবে ঢাকার উত্তর সিটির নগরপিতা কে হচ্ছেন?
নির্বাচনে উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপ-নির্বাচন ও দুই সিটির সম্প্রসারিত ৩৬টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে আইনী জটিলতায় দীর্ঘদিন ঝুলে থাকা স্থানীয় সরকারের অন্যতম এই প্রতিষ্ঠানটির ভোটকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয় নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন সচিব মো. হেলালুদ্দীন আহমেদ বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইসির পক্ষ থেকে যা যা করা দরকার, সবই করা হয়েছে। নির্বাচনে যে কোনো ধরনের সহিংসতা ও অনিয়ম বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
