এবার ‘ব্যাটে-বলে’ মিলে গেছে
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:৩৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
২০১৫ সালে ‘ঢেউ’ নামের একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও মৌসুমী হামিদ। চার বছর পর আবার অভিনয় করছেন সাত পর্বের ধারাবাহিক ‘আমি তো সে না’ নাটকে। এটি নির্মাণ করছেন তারিক মোহাম্মদ হোসেন।
এ প্রসঙ্গে মৌসুমী হামিদ দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে অনেকদিন পর কাজ করছি, ভালো লাগছে। এতদিন একসঙ্গে কাজ করার অনেক প্রস্তাবই পেয়েছি। কিন্তু দুজনার শিডিউল না মেলায় কাজ করা হয়ে উঠেনি। এবার ব্যাটে-বলে মিলে যাওয়ায় একসঙ্গে কাজ করা হচ্ছে।’
নাটকের নির্মাতা তারিক মোহাম্মদ হোসেন জানান, ‘আমি তো সে না’ নাটকের গল্পটি গ্রামের। এতে দেখা যাবে, গ্রামের এক প্রেমিক যুগলকে। যারা একে অপরকে ভীষণ ভালোবাসে। পরিবার এই সম্পর্ক মেনে না নেওয়ায়, তারা সিদ্ধান্ত নেয় পালিয়ে বিয়ে করবে। মেয়েটি ঘর থেকে বের হয়ে ছেলেটির জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু সেদিন ছেলেটা আর আসে না। পরে জানা যায়, ছেলেটাকে পুলিশে ধরে নিয়ে যায়। এমনই এক গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটকটি। রাজধানীর পুবাইলে নাটকের দৃশ্যধারণের কাজ চলছে। এটি প্রচার হবে আগামী ঈদে।
