বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

জোভান-সামিয়ার ‘লিটল রোম ক্যাফে’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:২৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

‘অথৈর বাসার সামনে জোভান ও তার বন্ধুরা বাসা ভাড়া নেয়। প্রথম দেখাতে জোভানকে অথৈর ভালো লেগে যায়। জোভানও ধীরে ধীরে তাকে পছন্দ করতে শুরু করেন। কিন্তু জোভান সব সময়ই প্রেমটা নিয়ে দ্বিধায় থাকেন। কোনো এক অজানা শক্তি জোভানকে তার ভালোবাসা প্রকাশে বাধা দেয়।’

 

এমনই এক গল্পে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য ছবি ‘লিটল রোম ক্যাফে’। আর এতে জুটি বেঁধেছেন ফারহান আহমেদ জোভান ও লাক্স তারকা সামিয়া অথৈ। এটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। এতে আরও অভিনয় করেছেন আদিল খান, হোসাইন আহমেদ মাসুম, শুভ ও সালাম খান তরুন।

‘লিটল রোম ক্যাফে’ স্বল্পদৈর্ঘ্য প্রসঙ্গে নির্মাতা ভিকি জাহেদ বলেন, “লিটল রোম ক্যাফে’ একদিকে যেমন সম্ভাবনার গল্প, অন্যদিকে আক্ষেপের গল্প। পৃথিবীর কিছু ভয়ংকর ঘটনা আছে, যা হয়তো অন্যভাবেও ঘটতে পারতো। শুধু প্রয়োজন ছিল সামান্য সদিচ্ছার অথবা উপলব্ধির। এমনি এক কালো অধ্যায় নিয়ে নতুন স্বল্পদৈর্ঘ্যটির গল্প সাজানো হয়েছে।”

সিএস অভি’র প্রযোজনায় স্বল্পদৈর্ঘ্যটি আগামী শনিবার আনভি ফক্স’-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।