বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

ফিলিপাইনকে ১০-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:০৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

মিয়ানমারে মান্দালায়ে বাংলাদেশ নারী ফুটবল দল এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে ফিলিপাইনকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের দল। 

 

প্রথমার্ধে বাংলাদেশের মেয়েদের চাপে টিকতেই পারেনি ফিলিপাইনের মেয়েরা। তহুরা তুলে নিয়েছেন হ্যাটট্রিক। শামুসুন্নাহার জুনিয়র ২ ও সিনিয়র একটি গোল করেন।

দ্বিতিয়ার্ধে ও বাংলাদেশের মেয়েদের ঝড় চলতে থাকে। প্রথমেই গোল করেন নিলা। এরপর মারিয়া একটি ও আনু দুইটি গোল করেন। আর এতে ১০-০ গলে প্রথম জয় তুলে নেয় ছোটনের শিষ্যরা।

 

ঘরের মাঠে গত সেপ্টেম্বরে বাছাইপর্বে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মিয়ানমারে দ্বিতীয় পর্বের টিকিট পায় বাংলাদেশ নারী দল। 

দুই গ্রুপ নিয়ে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের দ্বিতীয় পর্ব। যার মধ্যে গ্রুপ ‘বি’তে খেলছে বাংলাদেশ। একই গ্রুপে মারিয়াদের অন্য দুই প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার এবং চীন।

দুটি গ্রুপ থেকে যেকোনো দুটি দল যাবে চূড়ান্ত পর্বে। আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব।
নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১ মার্চ মিয়ানমারের বিপক্ষে লড়েবে বাংলাদেশ। আর ৩ মার্চ লাল-সবুজদের প্রতিপক্ষ চীন।