১ মার্চ গান শোনাবেন অর্ণব
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:১০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
ছিলেন না কোনো খবরে, কোনো নতুন গানেও। অনেকদিন ধরেই জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক অর্ণব ছিলেন আড়ালে। সাম্প্রতিক সময়ে কোনো স্টেজ শোতেও দেখা যায়নি তাকে।
সেই নিরবতা কাটিয়ে তিনি ফিরছেন। নতুন শুরুটা তিনি করতে যাচ্ছেন স্টেজ শো দিয়ে। আগামী ১ মার্চ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে 'অর্ণব আনপ্লাগড ২০১৯' কনসার্ট।
যেখানে অ্যাকুস্টিক বাদ্যযন্ত্রের সংগীতায়োজনে নিজের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন অর্ণব।
আয়োজকরা জানান, অনেক দিন পর অর্ণব স্টেজ শোতে অংশ নিচ্ছেন। এ খবরে ভক্তদের মধ্যে সাড়া পড়ে গেছে। কনসার্টের টিকিট বিক্রিও চলছে ধুমধাম। দুই ক্যাটাগরির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫০ ও এক হাজার টাকা।
এদিকে এই শো নিয়ে অর্ণব বলেন, ‘অনেকদিন পর স্টেজে পারফর্ম করবো। প্রস্তুতি নিচ্ছি। ভক্তদের কাছে থাকতে আমারও ভালো লাগে। নানা কারণে লম্বা একটা বিরতি হয়ে গেল। খানিকটা ভিন্ন আঙ্গিকের পরিবেশনার পরিকল্পনা করেছি। প্রতিটি গানের পরিবেশনা থাকবে আনপ্লাগড ভার্সনে। আশা করছি একটা উপভোগ্য শো হবে সবার জন্য।’
প্রসঙ্গত, অর্ণব বেশ কিছুদিন ধরেই শান্তিনিকেতনে রয়েছেন। ভারতীয় মিউজিশিয়ানদের সঙ্গে সম্মিলিতভাবে নিরীক্ষাধর্মী কিছু করছেন। ব্যস্ততার ফাঁকে দেশে এসেছেন কণ্ঠশিল্পী সুস্মিতা আনিসের একটি সংকলনের কাজে।
এরই মধ্যে সুস্মিতা আনিসের গাওয়া দুটি নজরুলসংগীতের যন্ত্রাণুষঙ্গ পরিচালনা করেছেন তিনি। এর পাশাপাশি সংগীত পরিচালনা করেছেন ‘নোনা জলের কাব্য’ নামে একটি চলচ্চিত্রের। অর্ণব আবারও পুরোদমে গানে ব্যস্ত হয়ে উঠবেন বলে জানান।
