আসিফের গানের চমক জয়-তানহা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:০৭ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
শাহরিয়ার নাজিম জয় একাধারে একজন অভিনেতা,নির্মাতা ও উপস্থাপক। টিভি পর্দা থেকে শুরু করে স্টেজ কিংবা কর্পোরেট শো; সবখানেই উপস্থাপক জয়। এবার নতুন পরিচয়ে আসছেন তিনি। জয় এবার হয়েছেন মিউজিক ভিডিওর মডেল। তার সঙ্গে ভিডিওতে আছেন ভালো থেকো খ্যাত চিত্রনায়িকা তাহনা তাসনিয়া।
জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাওয়া একটি গানে মডেল হিসেবে দেখা যাবে তাদের। গানের শিরোনাম ‘দীর্ঘশ্বাস’। গানের কথা লিখেছেন মেহেদি হাসান লিমন, সুর করেছেন মো. মিলন, সংগীতায়োজন করেছেন এমএমপি রনি।
সম্প্রতি এফডিসির একটি শুটিং ফ্লোরে গানটির শুটিং সম্পন্ন হয়েছে। গানের ভিডিওটি নির্মাণ করছেন কোরিওগ্রাফার হাবিব।
জয় বলেন, ‘নাটক, সিনেমায় যা কাজ করেছি সেগুলোর একটা আমল চলে গেছে। মানে ট্রেন্ড পরিবর্তন হয়েছে। কাজের ধরণও বদলে গেছে। টেলিভিশন নাটকের চেয়ে ইউটিউবের কাজ যেমন শর্টফিল্ম, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও এগুলো অত্যন্ত চমৎকারভাবে নির্মিত হচ্ছে। কাজগুলো মানুষ দেখছে, সরাসরি মানুষ তাদের ফিডব্যাক জানাচ্ছে। সেই চিন্তা থেকে মিউজিক ভিডিওতে কাজ করলাম।’
এদিকে, চিত্রনায়িকা তানহা তাসনিয়া সিনেমার বাইরে এখন ব্যস্ত রয়েছেন মিউজিক ভিডিও ও বিজ্ঞাপন নিয়ে। এছাড়াও অভিনয় করেছেন নাটকে। তৃতীয়বারের মতো মিউজিক ভিডিওর মডেল হয়েছেন এই নায়িকা। গায়ক আসিফের একটি গানের মডেল হলেও শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে প্রথম কাজ করলেন তিনি।
তানহা তাসনিয়া বলেন, ‘পুরোপুরি গল্প নির্ভর একটি মিউজিক ভিডিও। গানটি খুবই সুন্দর। আসিফ ভাইয়ের সেই পুরাতন ফ্লেবার আছে গানের মধ্যে। জয় ভাইয়ের সঙ্গেও কাজের অভিজ্ঞতা দারুণ।’
মিউজিক ভিডিওটি শিগগিরই এসএস মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
