রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৬ ১৪৩২   ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

টমেটো গাজরের স্যুপ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

শীতের বাজারে সবজির ছড়াছড়ি। শীতে টমেটো ও গাজর দিয়ে তৈরি করা যায় মজাদার স্যুপ।তৈরি করুন শীতের সবজি দিয়ে পুষ্টিকর উষ্ণ খাবার টমেটো গাজরের স্যুপ।

 

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন টমেটো গাজরের স্যুপ।

উপকরণ

টমেটো ৪টি। গাজর ২টি। পেঁয়াজ ১টি। রসুনের ৩ কোয়া। তেজপাতা ১টি। গোলমরিচ গুঁড়া ১/৪ চা-চামচ। ভেজিটেবল অথবা চিকেন স্টক ২ কাপ। তেল ২ চা-চামচ। লবণ স্বাদ মতো। ধনেপাতা সাজানোর জন্য।

পদ্ধতি

টমেটো ও গাজর কিউব করে কেটে নিন। প্যানে তেল গরম করে পেঁয়াজকুচি, রসুন, টমেটো, গাজর আর তেজপাতা দিন। সামান্য লবণ আর ১ কাপ চিকেন স্টক দিয়ে ফুটতে দিন ১৫ মিনিটের মতো।

১৫ মিনিট পর ঠাণ্ডা করে ব্লেন্ড করে নিন। তারপর এই মিশ্রণ আবার প্যানে দিয়ে বাকি এক কাপ স্টক দিয়ে ফুটতে দিন।

একবার ফুটে উঠলে গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে নামিয়ে নিন। হয়ে গেলে উপর দিয়ে ধনেপাতার কুচি ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম এই সুপ।