বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

সপ্তাহ ব্যাপী ‘হে প্রেম, হে বহ্নি শিখা’ নাট্য উৎসব

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

নীলিমা ইব্রাহিম মিলনায়তনে, নাটক সরণীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হে প্রেম, হে বহ্নি শিখা ’ শিরোনামে একক নাট্য উৎসব। ১ মার্চ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এই উৎসব শুরু হবে। বাংলাদেশ মহিলা সমিতির আয়োজনে সপ্তাহব্যাপী এ নাট্য উৎসব চলবে ৭মার্চ পর্যন্ত।

 

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবির্ক সহযোগিতায় এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বিষয়টি ডেইলি বাংলাদেশকে জানান বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের প্রচার সম্পাদক মাসুদ আলম বাবু।

তিনি জানান, ‘হে প্রেম, হে বহ্নি শিখা ’  উৎসবের উদ্বোধন করবেন অভিনেত্রী ফেরদৌসি মজুমদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি এবং অতিথি হিসেবে থাকবেন নাট্যজন রামেন্দু মজুমদার, নাট্যজন লিয়াকত আলী লাকী। এ আয়োজনের সভাপতিত্ব করবেন বাংলাদেশ  মহিলা সমিতি প্রাক্তন সভানেত্রী ও নাট্য উৎসব উপদেষ্টা কমিটির সদস্য সেলিনা খালেক।

 

 ‘হে প্রেম, হে বহ্নি শিখা ’  উৎসবে প্রতিদিন সন্ধ্যে ৭টায় একটি করে নাটক মঞ্চায়িত হবে। প্রথম দিন মঞ্চায়িত হবে মনিপুর থিয়েটারের ‘কহে বীরাঙ্গনা’। ধারাবাহিকভাবে ২ মার্চ থাকছে ঢাকা থিয়েটার  ‘পঞ্চনারী আখ্যান’, ৩ মার্চ ধ্রপদী এক্টিং স্পেসের ‘নভেরা’, ৪ মার্চ বাংলাদেশ থিয়েটারের ‘আমি’, ৫ মার্চ স্বপ্নদলের ‘হেলেন কেলার’, ৬ মার্চ শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ‘বীরাঙ্গনার বয়ান’ এবং সবশেষ দিনে নান্দীমুখের ‘আমার আমি’ নাটকটি মঞ্চায়িত হবে।