খাটের চালানে উদ্বিগ্ন স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
দেশের মাটিতে নতুন মাদক এনপিএস বা খাটের একের পর এক চালান আসায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেছেন, এনপিএস নামের নতুন মাদক আমাদের ভাবিয়ে তুলছে। আমাদের দেশে কিন্তু কোনো মাদক তৈরি হয় না। পার্শ্ববর্তী দেশ থেকে এই মাদক আমাদের দেশের সীমান্ত হয়ে আসছে। এই কাজে যারা মূল ভূমিকায় তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তৎপর রয়েছে। তবে নতুন আইনে সে সুযোগ থাকবে না।
বৃহস্পতিবার দুপুরে সেগুনবাগিচাস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান কার্যালয়ে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’ এর প্রায়োগিক বিভিন্ন বিষয় পর্যালোচনার জন্য আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীরা আইনগত দুর্বলতা ও ফাঁক-ফোঁকরের সুযোগ নিয়ে কারাগার থেকে বেরিয়ে গেলেও সামনে মাদকের জন্য করা সংশোধিত আইনে সে সুযোগ থাকবে না।
নতুন আইনে ইয়াবা পাচার ব্যবসায়ীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে জানিয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সংশোধিত আইনে ২০০ গ্রামের ঊর্ধ্বে ইয়াবা আটকে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কিংবা মৃত্যুদণ্ড। অন্যদিকে গডফাদারদের জন্য মানি লন্ডারিং মামলায় শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। আইনের ফাঁক গলিয়ে কেউ যাতে অবৈধ সুবিধা নিয়ে মাদকের ব্যবসা করতে না পারে, সেজন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে।
সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সফল হয়েছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো. জামাল উদ্দিন আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
