বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

পাকিস্তানে বিমান হামলায় ভারতীয় তারকাদের প্রশংসা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

কাশ্মীরে জঙ্গি হামলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪০ জনের বেশি জওয়ানের মৃত্যুর ১০ দিন পর সীমান্ত পেরিয়ে পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে হামলা চালানো হয়। বিমানবাহিনীর সন্ত্রাস বিরোধি এ অভিযানের প্রশংসা করে এবং ভারতের বিমানবাহিনীকে ‘হিরো’ উল্লেখ করে তাদের প্রশংসা করেন ভারতীয় তারকারা।

 

ভারতীয় গনমাধ্যম ডিএনএ জানিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে ১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফারাবাদে জঙ্গি আস্তানায় এ হামলা চালিয়েছে। ওই আস্তানায় এক হাজার কেজি লেজার গাইডেড বোমা নিক্ষেপ করে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হয়েছে। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের অন্তত তিনটি কন্ট্রোল রুম এবং বেশ কয়েকটি লঞ্চ প্যাড ধ্বংস করা হয়েছে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বলিউড সুপারস্টার সালমান খান লিখেছেন, ভারতের বায়ুসেনাদের প্রতি শ্রদ্ধা, জয় হো!

 

প্রবীণ অভিনেতা অনুপম ক্ষের ভারতীয় অভিযানের প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রীকে স্যালুট দেয়ার জন্য আজ একটি ভাল দিন । 

দক্ষিণী চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত লিখেছেন, সাবাস ভারত।

আরেক বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল লিখেছেন, সত্যিই খুব সুন্দর সকাল। ধন্যবাদ নরেন্দ্র মোদি স্যার এবং আমাদের সাহসী সেনাদের। জয় হোক।

অক্ষয় কুমার লিখেছেন, সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস করার জন্য বিমান বাহিনীর সাহসিক ভূমিকায় আমি গর্বিত। 

দক্ষিণের আরেক সুপারস্টার কমল হাসান বলেন, পাকিস্তানে সন্ত্রাসী শিবিরের ওপর হামলা অব্যাহত রেখে ভারতের বাহিনী নিরাপদে ফিরে এসেছে। ভারত তার নায়কদের জন্য গর্বিত। আমি তাদের সাহসিকতায় অভিবাদন জানাচ্ছি। 

এ ছাড়াও বলিউড তারকা অজয় দেবগন, বরুণ ধাওয়ান, ইমরান হাশমি, কঙ্গনা রানাউত, সঞ্জয় দত্ত,  চেতন ভগত, অতুল কাসবেকার, মধুর ভান্ডারকার, তুষার কাপুর, মল্লিকা শেরওয়াত, রামচরণ, প্রভাস, মহেশ বাবুসহ অনেকে ভারতীয় সেনাদের প্রশংসা জানিয়েছেন।