শুক্রবার শিল্পকলায় ‘বোধ’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৩৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল হলে প্রদর্শিত হবে সংলাপ নাট্যদলের ‘বোধ’। আগামী শুক্রবার সন্ধ্যা ৭টায় দর্শক দেখতে পাবে। এটি সংলাপের ২৬তম প্রযোজনা। মুন্সী প্রেমচাঁদ এর গল্প অবলম্বনে নাটক ‘বোধ’ এর নাট্যরূপ দিয়েছেন স্বপন দাস এবং নির্দেশনায় রয়েছেন মোস্তফা হীরা।
নাটকের গল্পে দেখা যাবে, একটি বোধহীন সমাজ ব্যবস্থায় আমরা বসবার করছি। এ নাটকের ঘিসু ও মেধো এর বাইরে নয়। পিতা-পুত্র (ঘিসু ও মেধো) বেঁচে থাকার লড়াইয়ে পর্যদুস্ত। ক্ষুধা তাদের করে তুলেছে অমানবিক, স্বার্থপর পশুসম। বেঁচে থাকার লড়াইয়ে সম্পর্কের বন্ধন কোন কার্যকর ভূমিকা রাখেনা তাদের জীবনে। তাই নাটকে দেখা যায় সামান্য কয়েকটি সেদ্ধ আলু নিয়ে পিতা-পুত্রের লড়াই। নিজের সন্তান সম্ভবা পুত্রবধূর অতিসমান্য খাদ্য কেড়ে নিতে ঘিসু উদ্ভুদ্ধ করে পুত্র মেধোকে। মেধোও বোধহীন এক জন্তুর মত কেড়ে নেয় বধূর সেই সামান্য খাবার।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, মো: হাবীবুর রহমান, মাইনুল ইসলাম, নাঈমা তালুকদার বন্যা, ওয়ালিদ আহমাদ চৌধুরী ও মাসুদ আলম বাবু। নেপথ্যে আছেন, মঈনুদ্দীন হাসান খোকন, শাকিল আহমেদ, আজমেরী সুলতানা লাকী, নাঈমা তালুকদার বন্যা, আশিক-উল-ইসলাম, শহীদুল ইসলাম খোকন, শাকিলুজ্জামান রাজ, সাব্বির দেওয়ান ফাহিম প্রমুখ।
