বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘মিউজিক ক্লাব’-এ ঝিলিক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

এ সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী  ঝিলিক গান শোনাতে আসছেন ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’ অনুষ্ঠানে। এ অনুষ্ঠানে দর্শকরা ফোন করে সেরাকণ্ঠ খ্যাত এ শিল্পীর সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন।

 

বিষয়টি ডেইলি বাংলাদেশ কে জানিয়েছেন বাংলাভিশনের জনসংযোগ কর্মকর্তা গুলশান হাবিব রাজিব।

তিনি বলেন, সাপ্তাহিক ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ প্রতি পর্বেই একজন করে সঙ্গীত শিল্পী অতিথি হয়ে আসে। এই পর্বে অতিথি হবেন ঝিলিক। অনুষ্ঠানে  গানের পাশাপাশি তিনি কথা বলবেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যত পরিকল্পনা নিয়ে।

 

জানা গেছে, নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় ‘মিউজিক ক্লাব’ অনুষ্ঠানটি আসছে বুধবার রাত ১১টা ২৫মিনিটে বাংলাভিশনের পর্দায় প্রচারিত হবে।