বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘উভকামী’ এ ইউটিউব তারকা, কে চেনেন?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

ইউটিউবের অন্যতম বড় তারকাদের একজন তিনি। শুধুমাত্র ভিডিও পোস্ট করেই এখন কোটিপতি তিনি। সেই ইউটিউব ‘সেনসেশন’ লিলি সিং এবার নিজের যৌন প্রবণতা নিয়ে খোলামেলা কথা বললেন।

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে লিলি সিং নিজেকে বাইসেক্সুয়াল বা উভকামী বলে পরিচয় দিয়েছেন। এটিকে নিজের জীবনের অন্যতম ‘বড় সত্যি’ বলে উল্লেখ করেন ইন্টারনেটের এই সেনশেশন।  

 

 

তিনি লেখেন, তিনি উভকামী। সারাজীবন ধরে এই সত্যিটা তাকে ভাবিয়ে তুলেছে যে তার যৌন প্রবণতা কীভাবে মেনে নেবে সমাজ। কিন্তু এখন এটাই তার জীবনের অন্যতম বড় সত্যি। এটাকে নিজের শক্তি বলেই মনে করেন।

এরপর থেকেই লিলির ভক্তেরা প্রশংসায় ভরিয়ে দেন তাকে। নির্ভীকভাবে নিজের কথা বলতে পারার জন্য তারা সাধুবাদ জানান লিলিকে। 

 

কেউ কেউ এমনো বলেন, আমরা আগেই জানতাম। এবার বাকি পৃথিবীও সত্যিটা জানুক। কারণ এতে লজ্জা বা ভয়ের কিছুই নেই।

দাদার মৃত্যুর পর ডিপ্রেশন কাটাতেই ২০১০ সাল থেকেই ইউটিউবে ভিডিও পোস্ট করা শুরু লিলির। সেই পথ চলার শুরু। তারপর থেকে ধীরে ধীরে হয়ে ওঠেন ইউটিউব সেনসেশন। 

শ্যাল মিডিয়ায় তার ফলোয়ার এক কোটি বিশ লাখের মতো। ভারতীয়দের নানা ছোটখাট বিষয় নিয়ে হাসি-ঠাট্টা করে ভিডিও পোষ্ট করতেন তিনি। নিজের মাকে নিয়েও মজা করে ভিডিও পোস্ট করতেন।