বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

সার্জিক্যাল স্ট্রাইক ২: বিমান বাহিনীকে শুভেচ্ছা দক্ষিণী তারকাদের

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৭ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

‘উরি দ্যা সার্জিক্যাল স্টাইক’। এ ছবির শুরুতেই দেখানো হয়েছিলো ভারতের কাশ্মির সীমান্তে সেনাবাহিনী বহনকারী ভ্যানে হামলা চালায় পাকিস্তানের জঙ্গি সংগঠন। আর সেই হামলায় নিহত হয় ভারতীয় সেনারা। কিন্তু ছবির সেই কাহিনী বাস্তবে রুপ নিবে এটা কেই বা জানতো? ১৪ ফেব্রুয়ারি ভারতের কাশ্মির সীমান্তে পুলওয়ামায় জঙ্গি হামলা চালায় পাকিস্তান।

 

আর সেই হামলায় ৪৯ জন ভারতীয় সেনা শহীদ হন। এর পরেই ১২ দিনের মাথায় পাকিস্তানকে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় বিমান বাহিনী।

 

 

মঙ্গলবার ভোর রাতে নিয়ন্ত্রণ রেখা পার করে পাকিস্তান অধীকৃত কাশ্মীরের জঙ্গী ঘাঁটিতে হামলা চালায় বিমান বাহিনীর মিরাজ ২০০০ ফাইটার জেট। আর বায়ু সেনাদের এমন হামলা ‘সার্জিক্যাল স্ট্রাইক ২’ ছবির মতো বলে ব্যাখ্যা দিয়েছেন সিনেপ্রেমিরা। 

১০০০ কেজি বিস্ফোরকের মাধ্যমে নিমেশে গুঁড়িয়ে যায় জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটিগুলি। এখনো পর্যন্ত পাওয়া খবরে মৃত্যু হয়েছে প্রায় ২০০-৩০০ জঙ্গির। সব মিলিয়ে ভারতীয় সেনার শহিদ হওয়ার যোগ্য জবাবে কার্যত খুশি গোটা দেশ।

 

খুশির হাওয়া বলিউড থেকে শুরু করে বইছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও।