ভেতরে ঢুকে মারো, বিমান বাহিনীর অভিযোনের পর অক্ষয়!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:২৫ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
ভারতের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে মঙ্গলবার ভোররাতে জইশ-এ-মহম্মদের জঙ্গি প্রশিক্ষণ শিবির ধ্বংস করেছে ভারতীয় বিমান বাহিনী। আর এমন কাজে উচ্ছ্বসিত ভারতবাসী।
সোশ্যাল মিডিয়ায় একের পর এক শুভেচ্ছাবার্তা শেয়ার হচ্ছে। পিছিয়ে নেই অভিনেতারাও। ঘটনার পরেই অক্ষয় কুমার টুইট করলেন, ভেতরে ঢুকে গিয়ে মারো।
গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হানার পরও রিঅ্যাক্ট করেছিলেন অক্ষয়। তিনি লিখেছিলেন, পুলওয়ামায় নিহত সিআরপিএফ জওয়ানদের আত্মার শান্তি কামনা করি। তাদের পরিবারকে আরো শক্ত হতে হবে। আহতরা দ্রুত সুস্থ হয়ে ওঠুন। আমরা এটা ভুলে যাব না।
শুধু অক্ষয় নন। অজয় দেবগণ, অনুপম খের, অভিষেক বচ্চন, তাপসী পান্নু, সঞ্জয় দত্ত, স্বরা ভাস্কর, রবিনা ট্যান্ডন, সেলিনা জেটলি, সোনাক্ষী সিনহার মতো শিল্পীরাও এ দিন নিজেদের মতামত জানিয়েছেন।
মঙ্গলবার ভারতের বিদেশ সচিব বিজয় গোখেল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা সূত্রের উপর ভিত্তি করে নির্দিষ্ট লক্ষ্যে হানা দেয়া হয়েছে। যেখানে জইশ কয়েকশো জঙ্গির আত্মঘাতী হামলার প্রশিক্ষণ শিবির তৈরি করেছিল। আর ঠিক সেখানেই হানা দেয়া হয়েছে।
