নিজের গানেই ভারতীয় বিমান বাহিনীকে শ্রদ্ধা লতা মঙ্গেশকরের
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:২৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
পুলওয়ামা জঙ্গি হামলার ঘটনায় ফুঁসছিল ভারত। সেই ক্ষোভের আগুন গিয়ে পৌঁছেছিল বি-টাউনেও। সকলেই চাইছিল এই হামলার পাল্টা জবাব দিক ভারতীয় সেনা। তাদের সেই কামনা পূর্ণ হয়েছে।
পাক অধিকৃত কাশ্মীরে জইশ-ই-মহম্মদ-এর জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসেছে ভারতীয় বিমান বাহিনী। মঙ্গলবার সকাল সকাল এমন খবরে উচ্ছ্বাসিত বলি তারকারাও।
ভারতীয় বিমান বাহিনীর এমন অভিযানকে শ্রদ্ধা জানালেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরও। এদিন তিনি টুইট করে লেখেন, জয়হিন্দ, জয়হিন্দ সেনা। তবে, তার সঙ্গে একটি ভিডিও ক্লিপও শেয়ার করেন। যা এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
নিজের কণ্ঠে গাওয়া বন্দে মাতরম গানটি কিংবদন্তী লতা মঙ্গেশকর এ দিন শেয়ার করে অন্য মাত্রা যোগ করেন। সকালে ভারতীয় বিমান বাহিনীর এমন অভিযানের খবর প্রকাশ্যে আসতেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও তাদের শুভেচ্ছা জানান।
প্রসঙ্গত, ভারতের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে মঙ্গলবার ভোররাতে জইশ-এ-মহম্মদের জঙ্গি প্রশিক্ষণ শিবির ধ্বংস করেছে ভারতীয় বিমান বাহিনী। ১০০০ কেজি বিস্ফোরকের মাধ্যমে নিমেশে গুঁড়িয়ে যায় জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটিগুলি। এখনো পর্যন্ত পাওয়া খবরে মৃত্যু হয়েছে প্রায় ২০০-৩০০ জঙ্গির। সব মিলিয়ে ভারতীয় সেনার শহিদ হওয়ার যোগ্য জবাবে কার্যত খুশি গোটা দেশ।
