কামরাঙ্গীরচরের হেলে পড়া ভবন ভাঙার কাজ শুরু
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:১০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
কামরাঙ্গীরচরের খলিফা ঘাটের কাজির গলির পাঁচতলা ভবনটি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজউক, বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা এবং স্থানীয় এমপি অ্যাডভোকেট কামরুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।
সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে ভবনটি ভাঙা শুরু হয়। ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন জানান, ভবনটি ভাঙার আগে গাড়ি প্রবেশের সুবিধার জন্য বিকেল থেকেই বেশ কয়েকটি বাড়ির অংশ ভেঙে রাস্তা প্রশস্ত করা হয়।
এর আগে মঙ্গলবার দুপুরে ডিএনসিসির মেয়র সাঈদ খোকন ঘটনাস্থলে এসে বুয়েটের বিশেষজ্ঞ দলের পরামর্শ মোতাবেক ভবনটি সতর্কতার সাথে দ্রুত ভেঙ্গে ফেলার জন্য বিআইডব্লিউটিএ’কে লজিষ্টিক ও জনবল দিয়ে সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান। পরে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের নির্দেশে ঢাকা নদী বন্দরের পক্ষ থেকে তাৎক্ষণিকভবে এই ভবন ভাঙার উদ্যোগ নেয়া হয়।
