রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

কারওয়ান বাজারে পচা মাছ-মাংসের সন্ধান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০৭ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

কারওয়ান বাজার এলাকার ‘সেফ এন্ড ফ্রেশ ফুড’ নামক হিমাগারে মেয়াদোত্তীর্ণ মাংস ও মাছের সন্ধান পেয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। শেষ খবর পাওয়া পর্যন্ত র‍্যাবের অভিযান চলছে।

 

মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে এ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। 

অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কারওয়ান বাজার থেকে আমদানিকৃত মেয়াদোত্তীর্ণ প্রায় ১১০০ মণ গরু, মহিষ ও ভেড়ার মাংস এবং আমদানীকৃত মেয়াদোত্তীর্ণ ৪০০ মণ মাছ জব্দ করা হয়।

 

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও প্রাণিজ সম্পদ বিভাগের কর্মকর্তারা অভিযানে সহায়তা করছেন।

ভ্রাম্যমান আদালত সূত্রের তথ্যানুযায়ী, হিমাগারটি থেকে এখন পর্যন্ত ১৯০ মণ মহিষের মাংস, ৮শ মণ ভেড়ার মাংস, ৫ হাজার কেজি চিকেন নাগেট, ১শ মণ ভেড়ার পাঁজরের হাড়, ২শ মণ গরুর মাংস জব্দ করা হয়েছে। এসব মাংস পচা মজুদ করে রাখা হয়েছিল।