বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ২ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

সফলতার সম্ভাবনা বাড়াতে যা করা উচিত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৪২ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

ব্যবসায়ী অথবা উদ্যোক্তা, বেকার কিংবা চাকরিজীবী- আপনি যে-ই হন না কেন সফলতার সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলতে আপনার ইচ্ছা শক্তিকে সর্বদা ব্যবহার করা উচিত। নামকরা উদ্যোক্তা জন হল তার অভিজ্ঞতা থেকে কয়েকটি কাজের কথা বলেছেন, যেগুলো নিয়মিত চর্চা করলে সফল হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়।

 

১. টাকার সঠিক ব্যবহার

বুঝেশুনে টাকা ব্যয় করা সফল হওয়ার অন্যতম প্রধান চাবিকাঠি। এটি একটি অভ্যাসও বটে। বিখ্যাত ব্যক্তিরা যতটা আয় করেন, তার বড় একটা অংশ সঞ্চয় করেন। সঞ্চয় করতে না পারলে কখনো আর্থিকভাবে সফলতা আসে না।

২. মানসিক প্রশান্তি

মনকে সব সময় শান্ত রাখা উচিত। আপনি সফল হবেন, এই বিশ্বাস ধরে রাখা উচিত। আত্মবিশ্বাসী ব্যক্তিদের সফলতার সম্ভাবনা সব সময় বেশি থাকে।

৩. সময়ের সঠিক ব্যবহার

সময়জ্ঞান সফলতার গুরুত্বপূর্ণ মাধ্যম। পরিকল্পনা মতো সব কাজ শেষ করা উচিত। অনেকে শুধু ভেবেই দিন পার করে দেন। অনেকে আবার শুরু করে থেমে যান। বিরতি দিয়ে আবার কাজে হাত দেন। এটি মোটেও ঠিক নয়। প্রতিটি কাজ একটানা করে শেষ পর্যন্ত যাওয়া উচিত। প্রথমবার ব্যর্থ হলে, দ্বিতীয়বার সফল হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায়।

৪. সম্পর্কের যত্ন নেওয়া

বিল গেটসের মতো মানুষ কখনো টাকা-পয়সা দিয়ে সফলতাকে পরিমাপ করেন না। একজন মানুষ ব্যক্তিগত সম্পর্কে কতটা সুখী, তা দিয়ে সফলতাকে পরিমাপ করতে চান এই দুই ধনকুবের। কয়েক দিন আগে একটি ব্লগে বিল গেটস লেখেন, ‘আপনি কি সত্যিকার অর্থে কাউকে ভালোবাসেন, বিনিময়ে সে কি আপনার ভালোবাসা ফেরত দেয়? যদি এই প্রশ্নের উত্তর ইতিবাচক হয়, তাহলে আপনি সত্যিকারের সফল মানুষ।’

বুঝতেই পারছেন সম্পর্কের যত্ন নেওয়া কতটা গুরুত্বপূর্ণ।

৫. সমস্যা সমাধানের শক্তি

আপনি সমস্যায় পড়বেন, এটি ধ্রুব সত্য। সব সমস্যার ভেতর সমাধানের বীজ লুকিয়ে থাকে, এটি আমরা অনেকেই বুঝতে পারি না। সমস্যা কতটা ক্ষতি করতে পারে, তা পরিমাপ করে নিজেকে শান্ত রাখুন। সেভাবে যতটা পারেন প্রস্তুতি নিন। দেখবেন আপনি যা ভেবেছেন, তার থেকেও কম বিপদ গেছে। এভাবেই সব সমস্যা মোকাবিলা করতে হয়।

মনে রাখবেন, সব সমস্যাই কোনো না কোনো সুযোগ সঙ্গে করে নিয়ে আসে। হাল ছেড়ে না দিয়ে সেটি নিজেকে খুঁজে নিতে হয়।