মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

পিএসজির উপর প্রতিশোধ নিয়েই ছাড়ল বার্সেলোনা!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:২১ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

তারকাখ্যাতিতে আদ্রিয়েন রাবিওত কোনোভাবেই নেইমারের সমকক্ষ নন। তবে ফরাসি এই মিডফিল্ডারকে রাজি করানোটা বার্সেলোনার পক্ষে পাল্টা আঘাতই। তাতে নেইমারকে হারানোর ক্ষতে হয়তো কিছুটা হলেও প্রলেপ দিল বার্সেলোনা! না, ক্লাব বার্সেলোনা বা রাবিওতের পক্ষ থেকে এখনো পাকা খবর আসেনি।

রাবিওতের বর্তমান ক্লাব পিএসজির পক্ষ থেকেও আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। তবে ফ্রান্সের জনপ্রিয় পত্রিকা লে প্যারিসিয়েনের খবর, বার্সেলোনার সঙ্গে ঐকমত্যে পৌঁছেছেন রাবিওত। মানে কথা-বার্তা চূড়ান্, পিএসজি ছেড়ে বার্সেলোনাতেই যোগ দিচ্ছেন ফরাসি মিডফিল্ডার।

আসন্ন জানুয়ারির শীতকালীন উইন্ডোতে অবশ্য নয়। লে প্যারিসিয়েন জানিয়েছে, রাবিওত পিএসজি থেকে বার্সেলোনায় যোগ দেবেন আগামী মৌসুমে। এই মৌসুম শেষেই শেষ হয়ে যাবে পিএসজির সঙ্গে রাবিওতের চুক্তির মেয়াদ। এরপরই হয়ে যাবেন বার্সেলোনায় মেসি-সুয়ারেজদের সতীর্থ।

খবরটা কতটা সত্য, সেটা জানতে হলে আপাতত অপেক্ষাই করতে হবে। তবে লে প্যারিসিয়েনের খবরটির অন্য রকম একটা সত্যতা মিলেছে। গতকাল মঙ্গলবার রাতেই ফ্রেঞ্চ লিগ কাপের ম্যাচ ছিল পিএসজির। দ্বিতীয় বিভাগের দল অরলিন্সের বিপক্ষে ২-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে পিএসজি। ওই ম্যাচ চলাকালে গ্যালারিতে পিএসজির সমর্থকেরা হাজির হয় রাবিওতকে নিয়ে লেখা একটা ব্যানার নিয়ে। যে ব্যানারে স্পষ্ট করে লেখা ছিল, ‘রাবিওত, তোমাকে আমাদের দরকার নেই। তুমি চলে যাও।’

 

সমর্থকদের ওই ব্যানার বার্তা লে প্যারিসিয়েনের খবরটিকে ‘সত্য’-এর ছাড়পত্রই দিয়েছে! রাবিওত যদি বার্সেলোনার সঙ্গে পাকা কথা না-ই দেবে, তাহলে পিএসজির সমর্থকেরা কেন নিজ দলেল খেলোয়াড়কে এভাবে চলে যেতে বলবে!

যাই হোক, খবরটা সত্যি হলে বার্সা সমর্থকেরা নেইমার কাণ্ডের প্রতিশোধের জ্বালাই হয়তো জুরাতে পারবে। ২০১৭ সালে বার্সেলোনা থেকে নেইমারকে জোর করে কিনে এনেছে পিএসজি। বার্সেলোনা ব্রাজিলিয়ান তারকাকে কিছুতেই বিক্রি করতে রাজি ছিল না। কিন্তু পিএসজি টাকার জোর খাটিয়ে তাকে ন্যু-ক্যাম্প থেকে ছিনিয়ে আনে। সেই থেকেই বার্সেলোনা প্রতিশোধের আগুনে জ্বলছে।

কিন্তু কোনোভাবেই সেই প্রতিশোধের আগুন নেভাতে পারছিল না। রাবিওতকে নিতে পারলে সেই আগুন কিছুটা হলেও নিভবে। বার্সেলোনা ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার পিছু নিয়েছে গত গ্রীষ্মের দলবদল মৌসুম থেকেই। কিন্তু তখন কিছুতেই পিএসজিকে রাজি করাতে পারেনি। তবে রাবিওত স্বপ্নের বার্সেলোনায় যোগ দিতে এক পায়ে খাড়া ছিলেন। বিশ্বসেরা মেসির সতীর্থ হওয়ার স্বপ্ন দেখেই ক্লাব পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের কথা বলেননি। বরং বার্সেলোনার সঙ্গে আলোচনাটা চালিয়ে গেছেন তলেতলে।