শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১   ১৮ শাওয়াল ১৪৪৫

দাড়িতে আকৃষ্ট হয় নারী: জরিপ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৩৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

ক্লিন শেভ করবেন নাকি দাড়ি রেখে দেবেন? যারা এমন দোটানায় আছেন, তারা একটি জরিপ এবং একটি বৈজ্ঞানিক গবেষণা থেকে সিদ্ধান্ত নিতে পারেন। বলা হচ্ছে, দাড়ি রাখা পুরুষরা নারীদের কাছে যেমন বেশি আকর্ষণীয়, তেমনি তাদের স্বাস্থ্যও ভালো থাকে।

 

জার্নাল অব ইভাল্যুশনারি বায়োলোজি’তে ২০১৮ সালে একটি জরিপের ফলাফল প্রকাশ করা হয়। ওই জরিপে শতাধিক নারীকে বিভিন্ন পুরুষের ছবি দেখিয়ে রেটিং করতে বলা হয়।

পুরুষদের মধ্যে একদল ছিলেন ক্লিন শেভ, আরেক দলের মুখে দশদিনের দাড়ি, আরেক দলের মুখে পাঁচ দিনের দাঁড়ি। দেখা যায় সব নারী দশদিনের দাড়িওয়ালা পুরুষদের পছন্দ করছেন।

জরিপে বলা হচ্ছে, যেসব নারী স্থায়ী সম্পর্কে যেতে চান তারা দাড়ি রাখা পুরুষদের বেশি পছন্দ করেন।

আরেকটি গবেষণা বলছে, দাড়ি রাখলে স্বাস্থ্য ভালো থাকে। অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা পাওয়া যায়। যারা নিয়মিত দাড়ি রাখেন, তারা ৯৫ শতাংশ বিকিরণ থেকে রক্ষা পান।