রোববার   ০৫ মে ২০২৪   বৈশাখ ২২ ১৪৩১   ২৬ শাওয়াল ১৪৪৫

আপনার বিয়েতে প্রাক্তন সঙ্গীকে দাওয়াত করবেন কীনা?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৩২ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

চিন্তা করুন তো, প্রাক্তন যদি আপনার বিয়েতে এসে উপস্থিত হয়েছেন! কেমন লাগবে অতিথিদের মধ্যে তিনিও একজন। বিয়ের মতো জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ে আপনার প্রাক্তন প্রেমিক বা স্বামীকে আমন্ত্রণ করবেন কীনা? টাইমস অব ইন্ডিয়া এমন একটি প্রতিবেদন প্রকাশ করে, সেটিই এখানে তুলে ধরা হলো-

 

প্রথমে আপনাকে ভাবতে হবে, প্রাক্তন প্রিয় মানুষটিকে আপনি আমন্ত্রণ করবেন কীনা! তিনি কি শুধুই বন্ধু এখন আপনার, মানে আগের মতো প্রেমের সেই অনুভূতি নেই। নাকি তার প্রতি এখন দুর্বল অনুভূতি কাজ করে? আপনি কি তাকে বিয়েতে আমন্ত্রণ জানিয়ে ঈর্শান্বিত করতে চান?

বিষয়গুলো ভেবে চিন্তা করে বের করুন, প্রাক্তন মানুষটিকে আমন্ত্রণ জানানো উচিত হবে কিনা!

আমন্ত্রণ জানানোর আগে এটাও ভাবুন, আপনার প্রতি তার অনুভূতিও এখন কেমন। আমন্ত্রণকে তিনি কি স্বাভাবিকভাবে নিবেন নাকি মর্মাহত হবেন। তিনি এখনও আপনার সঙ্গে বিচ্ছেদের শোক কাটিয়ে উঠতে পেরেছেন কীনা। আপনি হয়তো পুরোনো সেইসব স্মৃতি বা অনুভূতি থেকে সহজে বের হয়ে আসতে পেরেছেন কিন্তু তিনি হয়ত পুরোনো সেইসব দিনগুলোকেই আঁকড়ে ধরে রেখেছেন!

প্রাক্তনের সঙ্গে পরবর্তীতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে তাহলে এ ব্যাপারে তার সঙ্গে আলাপ করতে পারেন। যুক্তি ও বাস্তবসম্মতভাবে ব্যাখ্যা  করতে পারেন, কেন তাকে আপনি বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ করতে চান। তিনি যদি সম্মত হন তাহলে তাকে নির্দ্বিধায় বলুন যে, অনুষ্ঠানে আপনি তাকে দেখতে চান, তার সঙ্গে হাসিমুখে ছবি তুলতে চান।

প্রাক্তনের সঙ্গে কথা বলার সঙ্গে তাকে ভেবে দেখতে বলতে পারেন, তিনিও তার অনুষ্ঠানে প্রাক্তনকে আমন্ত্রণ জানানোর বিষয়ে ইতিবাচক কীনা বা তার মতামত কি। এ ধরনের আলোচনা সতর্ক হয়ে করা উচিত এবং কোনোভাবেই উত্তেজিত হওয়া যাবে না।

যদি মনে করেন, এ নিয়ে তার মধ্যে অস্বস্তি অনুভূতি হচ্ছে বা তার মধ্যে স্পষ্ট কোনো উত্তর নেই। তাহলে এ ব্যাপারে আপনার জীবনসঙ্গী/নীর অনুভূতিকেই সম্মান দেখানো দরকার। এ দিক দিয়ে বিবেচনা করে প্রাক্তনকে আমন্ত্রণ না জানানোয় উচিত। কারণ আপনার একটা সিদ্ধান্তই পরবর্তী দাম্পত্য জীবনের অশান্তির কারণ হতে পারে।

এসব বিষয়ে আপনার পরিবারের সম্মতিও থাকা উচিত। আপনার বাবা-মা যদি প্রাক্তনকে পছন্দ না করেন তাহলে তাকে আমন্ত্রণ জানানোর চিন্তা ভেবে দেখা উচিত।