নতুন চাকরিতে আপনার বেতন কেমন হওয়া উচিত
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

নতুন চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বেতন কেমন হবে এ নিয়ে সবারই শঙ্কা থাকে। প্রতিষ্ঠানের মানবসম্পদ (এইচআর) বিভাগের সঙ্গে বেতন নিয়ে আলোচনা করতে অস্বস্তিতে পড়েন অনেকেই। শেষমেস প্রতিষ্ঠান থেকে যেটি প্রস্তাব করা হয় সেটিই গ্রহণ করতে বাধ্য হয়, যাতে ঠিকঠাক সন্তুষ্ট হওয়া যায় না।
এইচআর-এর সঙ্গে মুখোমুখি হওয়ার আগে ভাল করে হোমওয়ার্ক সেরে নিন। যারা ওই প্রতিষ্ঠানে আগে কাজ করেছেন বা এখনও যুক্ত আছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বেতনসহ প্রতিষ্ঠানের অন্যান্য সুবিধাদি জানা থাকলে বেতন নিয়ে আলোচনা করতে আপনি আরও বেশি সুযোগ পাবেন।
আলোচনায় আত্মবিশ্বাস এবং নিজের প্রতি আস্থা রাখতে হবে। নিজের উপরে নিয়ন্ত্রণ না থাকলে এইআরের সামনে আপনার দৃঢ়তা প্রকাশ পাবে না।
এইআরের সঙ্গে কথা বলার আগে পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা এবং আপনার অর্জন ও দক্ষতা সমূহের প্রতি ভাল করে মনোযোগ বুলিয়ে দিন।
কমপক্ষে একাধিক প্রস্তাব এইআর থেকে ভাগিয়ে আনার চেষ্টা করুন। আলোচনায় একাধিক জানালা খোলা না রাখলে তাদের প্রস্তাবই আপনি মেনে নিতে বাধ্য হবেন। একাধিক প্রস্তাব বের করে আনতে পারলে আপনার প্রত্যাশামত বেতন আদায় করে নিতে সক্ষম হবেন।
পুরো আলোচনায় পেশাদারিত্ব মনোভাব বজায় রাখার চেষ্টা করুন। এমন কোনো মনোভাব থাকা উচিত যাতে আপনাকে অপরিপক্ষ মনে হয়।