বেলের হ্যাটট্রিকে ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:২০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
মৌসুমটা মোটেও ভালো যাচ্ছিল না রিয়াল মাদ্রিদের। তবে বুধবার রাতে দলকে দারুণ এক উদযাপনের উপলক্ষ উপহার দিয়েছেন গ্যারেথ বেল। ওয়েলসের এই ফরোয়ার্ডের দুর্দান্ত এক হ্যাটট্রিকে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে সান্তিয়াগো সোলারির দল। আবু ধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে জাপানের ক্লাব কাশিমা অ্যান্টলার্সকে ৩-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
এদিন অবশ্য ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো অ্যান্টালার্স। কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সের্জিনিয়োর শটটি কর্নারের বিনিময়ে থামিয়ে সে যাত্রায় দলকে রক্ষা করেন থিবো কোর্তোয়া। ওই কর্নার থেকেই ফাঁকায় বল পেয়েও কাজে লাগাতে পারেননি জাপানের ডিফেন্ডার গেন সোজি।
রিয়াল তাদের প্রথম গোলটি পায় বিরতির এক মিনিট আগে। ম্যাচে ৪৪ মিনিটে প্রথম গোলটি করেন বেল। বিরতি থেকে ফিরেই দ্রুত আরো দুইটি গোল করেনি বেল। ম্যাচের ৫৩ মিনিটে দ্বিতীয় ও ৫৫ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ওয়েলসের এই তারকা। চলতি মৌসুমে এটি তার প্রথম হ্যাটট্রিক।
অবশ্য ম্যাচের ৭৮ মিনিটে একটি গোল পরিশোধ করে জাপানি ক্লাবটি। দলের হয়ে গোলটি করেছেন মিডফিল্ডার শমা দই। কিন্তু এরপর আরা রিয়ালের জালে বল জড়াতে পারেনি তারা। ফলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছোড়ে রিয়াল।
শনিবার প্রতিযোগিতার ফাইনালে একই মাঠে সংযুক্ত আরব আমিরাতে ক্লাব আল আইনের মুখোমুখি হবে রিয়াল।
