বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

ধামাকা দেখালেন শাকিব-ফারিয়া

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান ও নুসরাত ফারিয়া প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন 'শাহেনশাহ' ছবিতে। শামীম আহমেদ রনি পরিচালিত এ ছবির প্রথম গানেই ধামাকা দেখালেন শাকিব-ফারিয়া।

 

গতকাল সোমবার রাতে প্রকাশ পেয়েছে ছবিটির প্রথম গান ‘রসিক আমার’। এক গানেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন  এই জুটি।  সবগুলো চলচ্চিত্র বিষয়ক গ্রুপে এখন আলোচনার বিষয় একটাই, শাকিব-ফারিয়া জুটির দূর্দান্ত পারফরম্যান্স।

কলকাতার কণ্ঠশিল্পী স্যাভি ও কনার গাওয়া গানে কোমর দুলিয়েছেন শাকিব-ফারিয়া। একাধিক পোশাকে আবেদনময়ী দেখা গেছে ফারিয়াকে। শাকিবের সঙ্গে নুসরাত ফারিয়ার রসায়ন বেশ উঠে এসেছে গানের তালে তালে। তাদের পারফরম্যান্স ও গানটি দর্শক মহলে এরই মধ্যে বেশ প্রশংসিত। আর এই রিপোর্টি লেখা পর্যন্ত ইউটিউবে গানটির ভিউ হয়েছে সাড়ে পাঁচ লাখের বেশি। 

 

শাপলা মিডিয়া প্রযোজিত এ  ছবিতে শাকিব-ফারিয়ার ছাড়াও আরো অভিনয় করেছেন নবাগতা রোদেলা জান্নাত।  আরো অভিনয় করছেন মিশা সওদাগর, উজ্জ্বল,আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমি প্রমুখ। এ ছবির ডিজিটাল কনটেন্ট পার্টনার লাইভ টেকনোলজিস। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২২ মার্চ দেশব্যাপী মুক্তি পাবে ‘শাহেনশাহ’।