বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

চার মাস আগেই পলাশকে তালাক দেয় শিমলা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৫২ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

আবারো আলোচনায় জাতীয় চলচ্চিত্র প্রাপ্ত অভিনেত্রী শিমলা। বিমান ছিনতাইয়ের ঘটনায় নিহত মাহাদী সাগর ওরফে মো. পলাশ আহমেদের স্ত্রী হিসেবে ঘুরে-ফিরে আলোচনায় তার নাম। স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জেরেই মাহাদী বিমান ছিনতাইয়ের মতো দুঃসাহসিক কাজে জড়িয়ে পড়েন। তারপরই কমান্ডো অভিযানে তার মৃত্যু হয়। 

 

কিন্তু সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ম্যাডাম ফুলি খ্যাত অভিনেত্রী শিমলা এখন কোথায় আছে, কি করছে। 

 

গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান ছিনতাইয়ের পর ছিনতাইকারী পলাশের সঙ্গে নায়িকা শিমলার বৈবাহিক জীবনের অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়। আর পরে জানা গেছে, শিমলা এখন ভারতের মুম্বাইয়ের (মিরা) রোডে বসবাস করছেন। আলোচনার মাঝে গতকাল রাতে বেসরকারি একটি টেলিভিশনে লাইভে এসে কথাও বলেন শিমলা।

এ সময় শিমলা জানান, চার মাস আগেই পলাশকে তালাক দিয়েছি। পলাশ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার কারণেই এই সিদ্ধান্ত নেয়া। এর আগে ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর পলাশের সঙ্গে তার পরিচয়। তখন পলাশের নাম ছিল মাহি বি জাহান। একজন প্রযোজক হিসেবেই শিমলার সঙ্গে তার পরিচয়। এরপর তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠলে ২০১৮ সালের ৩ মার্চ বিয়ে করেন। ওই বছরের ৬ নভেম্বর বিচ্ছেদও হয় তাদের।

বিচ্ছেদ হলো কেন? এমন প্রশ্নের জবাবে সিমলা বলেন, কিছু সমস্যা ছিল বলেই ডিভোর্স হয়েছে। তার মানসিক সমস্যাই এর মূল কারণ। মাহি বি জাহান পলাশকে ‘কবর’ নামের একটি শর্ট ফিল্মের প্রযোজক হিসেবেই চিনতাম। সে এতে অভিনয়ও করেছিল। 

এ অভিনেত্রী আরো বলেন, সে যে ঘটনা ঘটিয়েছে তা অস্বাভাবিক। দেশের জন্য দুঃখজনক ও লজ্জার। এজন্য যদি প্রয়োজন হয়, আমি দেশের জন্য যে কোনো কিছু ফেস করতে প্রস্তুত।

 

গেলো রোববার সন্ধ্যায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টার পর কমান্ডো অপারেশনে প্রাণ হারান মাহি বি জাহান পলাশ নামের এক ব্যক্তি। পরবর্তীতে জানা যায়, চিত্রনায়িকা সিমলার স্বামী ছিলেন তিনি।

এদিকে, সিমলাকে বিয়ে করার আগে মেঘলা নামে এক তরুণীকে বিয়ে করেছিলেন মাহাদী ওরফে পলাশ। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে পলাশ বাবা-মায়ের অমতে ২০১৪ সালে মেঘলাকে বিয়ে করেছিলেন। কিন্তু পলাশের উচ্ছৃঙ্খল জীবন-যাপনের কারণে সেই সংসার টেকেনি। তবে তাদের সংসারে আয়ান নামে আড়াই বছর বয়সী একটি সন্তান রয়েছে।