বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

একসঙ্গে কাটানো ২০ বসন্তের রহস্য ফাঁস অজয়ের!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৫০ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

বলিউডে হরহামেশাই সংসার ভাঙার সুর শোনা যায়। সেখানে শ্রোতের বিপরীতের মানুষ তারা। দেখতে দেখতে একই ছাদের নিচে ২০টি বসন্ত পার করে দিয়েছে । সুখ-দুঃখকে সঙ্গী করেই তাদের ভালোবাসার সংসার। তাদের ঘর আলো করেও এসেছে দুই সন্তান এক মেয়ে, এক ছেলে। পাঠক বলছি বলউডের জনপ্রিয় দম্পত্তি অজয়-কাজল জুটির কথা। 

 

১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি মারাঠী রীতিতে  সাত পাকে বাঁধা পড়েছিলেন তারা। তারপর থেকে ভালোমন্দ মিশিয়ে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন অজয়-কাজল। এই দাম্পত্যর রহস্য জানিয়েছেন অজয়। 

অজয় বলেন, আমরা কখনোই একে অপরের কাছে নিজেদের জাহির করার চেষ্টা করিনি। দুজনেই দুজনকে স্পেস দেওয়ার চেষ্টা করেছি । যখন ওর (কাজল) নিজের মতো করে সময় কাটানোর দরকার পড়েছে আমি বাঁধা দেইনি। আবার যখন আমার নিজের মতো সময় কাটানোর প্রয়োজন হলেও কাজল কখনো বিরক্ত করেনি। অনেক সময় এমনও ঘটেছে, আমরা দুজনেই একই ঘরে রয়েছি, ও ওর মতো করে কাজ করছে, আর আমি আমার মতো। আবার একসঙ্গেও সময় কাটিয়েছি। 

 

তিনি বলেন, একসঙ্গে সেই সমস্ত মানুষগুলির সঙ্গেই থাকা যায়, যারা বিচক্ষণ। আর এই কারণে আমরা এতো বছর একসঙ্গে রয়েছি। সম্পর্কে একে অপরকে স্পেস না দিলে কখনোই একসঙ্গে থাকতে পারবেন না।

এ অভিনেতা আরো বলেন, কাজ আর আমার মধ্যে একটা সুন্দর বন্ধন রয়েছে। যেখানে আমরা একে অপরের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতে পারি। আমরা যদি বাড়িতেও থাকি, আমরা সেখানেও একে অপরের সঙ্গে সুন্দর সময় কাটাই। এতে আলাদা করে প্রেম নিবেদন করতে হয়নি। 

অজয়-কাজলের একমাত্র মেয়ে নাইসার বয়স ১৬ বছর। বেশ কিছুদিন আগে অজয় জানিয়েছিলেন, নাইসা অভিনয়ে আসতে ইচ্ছুক নয়। তবে ভবিষ্যতে যদি অভিনয়ে আসতে চায়, তাহলে আমার কিছু বলার নেই। নাইসা ছাড়াও অজয় কাজলের এক পুত্র সন্তান রয়েছে যুগ, তার বয়স ৮ বছর।