বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

‘৫’-এর জবাবে রোনালদোকে ‘১৯’ আঙুল দেখালেন ক্রিস্টিনা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

কথায় বলে ইট মারলে পাটকেল খেতে হয়। তবে পাটকেল হলেও তো কথা ছিল। ইট মেরে ক্রিস্তিয়ানো রোনালদোকে যে হজম করতে হলো ১৯-মনি পাথরের আঘাত। সেই ১৯-মনি পাথরটা আবার রোনালদোর গায়ে ছুঁড়ে মেরেছেন একজন সুন্দরী রমনী। সত্যিই তাই। পাটকেলে নয়, রোনালদোর ইটের জবাব বিশালাকৃতির পাথরেই দিয়েছেন ক্রিস্তিনা পেদ্রোচে। ‘৫’-এর জবাবে রোনালদোকে ‘১৯’ আঙুল দেখিয়ে দিয়েছেন স্পেনের জনপ্রিয় এই সুপার মডেল।

 

একে তো পাল্টা আঘাতটা হেনেছেন একজন সুন্দরী নারী। সেটিও আবার দর্শক-অতিথিতে ঠাসা সরাসরি সম্প্রচারিত টেলিভিশন শোতে। আঘাতের জ্বালাটা রোনালদোর জন্য অসহনীয় হওয়ার কথা। আর এই ‘১৯’ আঙুলের মাহাত্ম্য জানলে আপনিও বুঝবেন, রোনালদোর জন্য আঘাতটা কত বড়। কতটা অপমানজনক।

তা এই ১৯ আঙুলের মাহাত্ম্য কী? সেটি জানার আগে পেছনের গল্পটা ঝালিয়ে নেওয়াটাই ভালো হবে। গত জুলাইয়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নাম লিখিয়েছেন রোনালদো। তার এই ক্লাব বদলকে ভালোভাবে নেয়নি রিয়াল মাদ্রিদের সমর্থকরা। দীর্ঘ প্রায় ৮ মাস পর সেই রোনালদো গত বুধবার ফিরে এসেছিলেন মাদ্রিদে। নিজের সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ নয়, ম্যাচটা ছিল রিয়ালের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে।

 

 

শত্রু শিবির ছেড়ে গেছেন। সেই দিক থেকে অ্যাতলেতিকোর সমর্থকেরা রোনালদোকে উষ্ণ অভ্যর্থনাই জানাতে পারত। কিন্তু শত্রুতা ভুলে প্রতিবেশিদের প্রতি টানটাই বড় হয়ে উঠে অ্যাতলেতিকো সমর্থকদের মনে। ফুলেল অভ্যর্থনার পরিবর্তে রোনালদোকে তাই অ্যাতলেতিকোর সমর্থকরা জানিয়ে দুয়োর অভ্যর্থনা। মাঠে নামার পর থেকেই তাকে দুয়ো দিতে থাকে ওয়ান্ডা ম্যাট্রোপলিতানোর দর্শকেরা। ম্যাচে রোনালদোর জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়েছে অ্যাতলেতিকো। দর্শকরা ম্যাচের এই স্কোরকার্ড নিয়েও ব্যঙ্গ করে রোনালদোকে। স্লোগান তুলে ‘অ্যাতলেতিকো ২, রোনালদো ০।’ তিতিবিরক্ত হয়ে রোনালদো এর জবাব দেন হাতের ৫ আঙুল দেখিয়ে।

ক্যারিয়ারে ৫টি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন রোনালদো। বিপরীতে অ্যাতলেতিকো মাদ্রিদ একটিও জিততে পারেনি। হাতের ৫ আঙুল প্রসারিত রোনালদো তাই অ্যাতলেতিকোর দর্শকদের পাল্টা জবাব দেন, ‘রোনালদো ৫, অ্যাতলেতিকো ০’!

দর্শকদের দুয়োর জবাবে রোনালদোর এই আচরণ অনেক ফুটবলবোদ্ধাই সহজভাবে নেননি। স্প্যানিয়ার্ডদের গায়ে তো আগুনই ধরিয়ে দিয়েছে! অন্য আর সবার মতো সুপার মডেল ক্রিস্তিনা পেদ্রোচেও রোনালদোর আচরণে মহা ক্ষ্যাপা। বলতে পারেন ক্রিস্টিনা বাকিদের চেয়েই বেশিই ক্ষেপেছেন। তাই রোনালদোকে জবাবটা দিয়ে দিয়েছেন সরাসরি সম্প্রচারিত জনপ্রিয় টেলিভিশন শো ‘জাপেয়ান্দো’তে।

ক্রিস্তিনা আবার এই অনুষ্ঠানটির সঞ্চলনা করছিলেন। তার সঙ্গে অনেক অতিথি এবং দর্শকও ছিল অনুষ্ঠানে। তো অনুষ্ঠানে রোনালদোর ওই ‘৫’ আঙুল প্রদর্শনের প্রসঙ্গ উঠতেই অদ্ভূত এক কাণ্ড করে বসেন ক্রিস্টিনা। নিজের নগ্ন পা জোড়া একেবারে টেবিলের উপরে তুলে এনে বিশেষ কায়দায় বসেন। এরপর দুই পায়ের ১০ আঙুলের সঙ্গে দুই হাতের ৯ আঙুল (বাম হাতের ৫ আঙুল ও ডান হাতের ৪ আঙুল) প্রদর্শন করে দেখিয়েছেন।

বিশেষ ভঙ্গির এই ছবিটা আবার পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তার ক্যাপশনে লিখেছেন, ’১০ প্লাস ৫ প্লাস ৪। সমান সমান ১৯।’ এই ১৯-এর মাহাত্ম্যটা রোনালদোর ক্যারিয়ারের অন্যতম কলঙ্কিত অধ্যায়। স্পেনে থাকতে কর ফাঁকির বারবার আদালতে ছোটাছুটি করতে হয়ে তাকে। হারাতে হয়েছে মান-সম্মান। দুই বছরের জেলও হয় তার। তবে জেলের ঘানি তাকে টানতে হয়নি। শেষ পর্যন্ত সেই মামলা থেকে পুরোপুরি রেহাই পেতে গুণতে হয়েছে ১৯ মিলিয়ন ইউরো জরিমানা।

 

ক্রিস্তিনা পেদ্রোচে

ক্রিস্টিনা আঘাতটা করেছেন সেই ক্ষতটাতেই। রোনালদোকে ব্যঙ্গ করে লিখেছেন, ‘এটা সত্যি যে, ক্রিস্তিয়ানো রোনালদো ৫টা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এবং অ্যাতলেতিকো একটাও জিতেনি। তাছাড়া তিনি তিনি ৫টি সোনার বল, সোনার জুতো এবং হয়তো আরও ২০০০০০ পুরস্কার জিতেছেন! কিন্তু তার ট্রফি রুমটা কত বড় সেটি কোনো বিষয় নয়। তবে ক্রিস্তিয়ানো, সেখানে নিশ্চয় একটা বিষয় ঠিক মানায় না...আপনার ইগো।’

রোনালদো এখনো ক্রিস্টিনার এই আঘাতের জবাব দেননি। ভবিষ্যতেও দেবেন কিনা, বলা যায় না। তবে যদি দেন, সুন্দরী ক্রিস্টিনাকে জবাবটা তিনি কিভাবে দেন, নিশ্চিতভাবেই সেটি হবে বড় কৌতুহলের বিষয়।

অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে, ফুটবল মাঠের ঘটনা নিয়ে অন্য ভুবনের ক্রিস্টিনা কেন ভিন্নদেশি রোনালদোর উপর এতোটা চটেছেন? পেছনে বিশেষ কোনো কারণ আছে কিনা, এখনো অনুসন্ধান করা যায়নি। তবে একটা কথা ভাসছে। রোনালদোর প্রেমিকা-বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ক্রিস্টিনার মতোই একজন সুপার মডেল। দুজনের বাড়িই স্পেনের মাদ্রিদে।

বলা যায় মডেলিং ভুবনে জর্জিনা-ক্রিস্টিনা একে অন্যের প্রতিদ্বন্দ্বী।

কী, কোন গন্ধ পাচ্ছেন?