মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

কোহলির মতো ‘তেজি’ ক্রিকেটারের প্রয়োজন আছে : বোর্ডার

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:১৬ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

বিশ্বের অন্যতম আগ্রাসী অধিনায়ক বিরাট কোহলি। মাঠে ও মাঠের বাইরে দারুণ আক্রমণাত্মক তিনি। এর জন্য সমালোচনাও কম সহ্য করতে হয় না ভারত অধিনায়ককে। সম্প্রতি বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দীন শাহ পর্যন্ত কোহলির আচরণের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

তবে কোহলির পাশে দাঁড়িয়েছেন কেউ কেউ। যার মধ্যে আছেন অ্যালান বোর্ডারের মতো কিংবদন্তি অস্ট্রেলিয়ার ক্রিকেটারও।

মাঠে প্রতিপক্ষের উইকেট পড়লে যে প্রতিক্রিয়া দেখান কোহলি তা অনেকেরই অপছন্দ। সম্প্রতি পার্থে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্টের তো সেই মাত্রা ছাড়িয়ে গেছে। অজি অধিনায়ক টিম পেইনের সাথে কোহলির কথার লড়াইয়ে শেষ পর্যন্ত আম্পায়ারদের হস্তক্ষেপ করতে হয়েছে। এ নিয়ে দেশে বিদেশে দারুণ সমালোচিত হচ্ছেন কোহলি।

 

তবে কোহলির এই আচরণকে ইতিবাচক ভাবেই দেখছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বোর্ডার। তিনি মনে করেন বর্তমান ক্রিকেটে কোহলির মতো ‘তেজি’ খেলোয়াড়ের প্রয়োজন আছে। একটি টক শোতে অস্ট্রেলিয়ার হয়ে ১৫৬ টেস্ট খেলা বোর্ডার বলেছেন, ‘এ রকম এক জন ক্রিকেটারের অবশ্যই প্রয়োজন আছে। যার মধ্যে এ রকম আবেগ, এ রকম তেজ দেখা যায়।’

বর্তমান ক্রিকেটে কোহলির মতো ক্রিকেটারের বড় অভাব বলে আর্তনাদও ঝরে পড়ছে ৬৩ বছর বয়সী বোর্ডারের কণ্ঠে, ‘এখন আর এ রকম চরিত্র কোথায়? পেশাদার যুগে এই ধরনের চরিত্র সব হারিয়ে যেতে বসেছে।’

মাঠে কোহলির এই আচরণের কারণ খুঁজতে গিয়ে বোর্ডার বলেছেন, ‘বিপক্ষের কোনও উইকেট পড়লে কোহলির আবেগটা বোঝা যায়। এতটা আবেগপ্রবণ হয়ে পড়তে আমি অন্য কোনও অধিনায়ককে দেখি না।’