মঞ্চে কেঁদে ক্ষমা চাইলেন আসিফ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:২৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
নিজের গানের প্রকাশনা অনুষ্ঠানে এসে কাঁদলেন বাংলা সঙ্গীতের যুবরাজ আসিফ আকবর। রোববার সন্ধায় প্রকাশ করা হয় ‘চুপচাপ কষ্টগুলো’ শিরোনামে একটি গান। আসিফের গাওয়া এই গানটির কথা, সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি এর ভিডিও পরিচালনা করেছেন ইথুন বাবু।
আর এই প্রকাশনা অনুষ্ঠানের মঞ্চে কথা বলার সময় তার সঙ্গীত জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদে ফেলেন এই জনপ্রিয় সঙ্গীত তারকা। নিজের ভুলের জন্য ক্ষমা চান ইথুন বাবুর কাছে।
দেড় যুগ আগে নিজের প্রথম অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ দিয়ে সঙ্গীত ভুবনে আকাশচুম্বী শ্রোতাপ্রিয়তা পান আসিফ আকবর। ইথুন বাবুর কথা, সুর ও সংগীতে প্রকাশিত এই অ্যালবাম প্রকাশের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। কিন্তু এরপর কোন এক অজানা কারণে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়। দীর্ঘ ১৮ বছর পর এবার সেই দূরত্বের দেয়াল উঠে গেছে।
‘চুপচাপ কষ্টগুলো’ শিরোনামের গানটি দিয়ে আবার একসঙ্গে ফিরেছেন সঙ্গীতের এই দুই তারকা। এখন থেকে নিয়মিত একসঙ্গে নতুন গান প্রকাশ করবেন বলে জানিয়েছেন অনুষ্ঠানটিতে। তাদের এই সম্পর্ক আগের মতোই দুর্বার গতিতে এগিয়ে চলবে।
গানটিতে আসিফ আকবরের সঙ্গে মডেল হয়েছেন অর্ণব ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রতিযোগী জান্নাতুল নাঈম এভ্রিল। ধ্রূব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি।
