বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শেষ হচ্ছে শখ-নিলয়ের ‘দূরত্ব’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৭ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

ছোট পর্দার দুই প্রিয়মুখ নিলয় আলমগীর ও অনিকা কবির শখ। একসঙ্গে অনেক নাটক টেলিছবিতে কাজ করেছেন দুজন। এর এভাবেই এক সময়ে তাদের মধ্যে ঘনিষ্টতার তৈরি হয়। সেটা রূপ নেয় প্রেম-ভালোবাসায়। এরপর সেই সম্পর্কের শেষ পরিণতি দাঁড়ায় বিয়ে পর্যন্ত। কিন্তু সেই বন্ধন বেশি দিন ধরে রাখতে পারেনি এই জুটি। যে কারণেই তাদের মাঝে তৈরি হয়েছে দূরত্ব। তবে  নতুন খবর  হচ্ছে, শেষ হচ্ছে শখ নিলয়ের ‘দূরত্ব’। বিষয়টি ডেইলি বাংলাদেশকে জানিয়েছেন এটিএন বাংলার জনসংযোগ কর্মকর্তা কামরুজ্জামান মাসুম।

 

তিনি জানান, মঙ্গলবার শেষ হচ্ছে শখ ও নিলয় অভিনীত ধারাবাহিক নাটক ‘দূরত্ব’। যা এটিএন বাংলায় রাত ১১টায় প্রচার হবে। আর এই পর্ব প্রচারের মাধ্যমেই শেষ হবে ‘দূরত্ব’। ফজলুল করিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন এহসানুল হক সেলিম। এতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, নিলয় আলমগীর, অনিকা কবির শখ, হাসান মাসুদ, আল মামুন, আরেফীন শুভ, বিদ্যা সিনহা মীম, শম্পা হাসনাইন, ফারজানা ছবি, মুক্তি,জয়রাজ, সাব্বির আহমেদ, আরফান আহমেদ, এহসানুল হক সেলিম প্রমুখ।
 
৫২ পর্বের এই নাটকটি দেখা যায়, রায়হান চৌধুরী মুক্তিযোদ্ধা। স্বাধীনতার পর বিদেশে বসবাস করে দেশে-বিদেশে প্রতিষ্ঠিত। তাকে ঘিরে অনেক মানুষ চলার পথে সন্ধান পেয়েছে। আবার সেই মানুষগুলোই নিঃস্বার্থ মানুষটির ভাল মানুষের সুযোগ নিয়ে তার সাথে শত্রুতা করেছে। এক এক করে তাদের মুখোশ খুলে যায়। শুরু হয় দূরত্ব। আবার তারাই নিজের স্বার্থে রায়হান চৌধুরীর কাছে ফিরে আসে। রায়হান চৌধুরীর প্রতিপক্ষ আরমান। আরমান রাজাকার কুরবান আলীর ছেলে। বংশের ধারা সে স্বাধীন দেশে নিজেকে বদলাতে পারেনি। তার ভিতরে কাজ করেছে স্বাধীনতা বিরোধী মনোভাব। নিজের স্বার্থে আরমান রায়হান চৌধুরীর সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়। শুরু হয় উভয়ের মধ্যে দূরত্ব।