স্বপ্নের মঞ্চ থেকে অবন্তি সিঁথি’র বিদায়
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:১৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
ভারতীয় টিভি চ্যানেল জি বাংলায় প্রচারিত সংগীত বিষয়ক রিয়েলিটি শো সারেগামাপা'তে বাংলাদেশ থেকে বেশ কজন প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্যে শেষ পর্যন্ত স্বপ্নের মঞ্চে নিজেদের অবস্থান ধরে রেখেছিলেন নোবেল ও অবন্তি সিঁথি। কিন্তু গতকাল এই মঞ্চ থেকে বিদায় হয়েছে সিঁথির। এ দিন সিঁথি বারী সিদ্দীকীর ‘আমি একটা জিন্দা লাশ’ গানটি পরিবেশন করেন।
কালকের দিনটি ছিল তিন প্রতিযোগীর জন্য বাঁচা মরার লড়াই। প্রতিযোগিরা হলেন রাহুল, স্নেহা ও সিঁথি। বাকি দুজন টিকে থাকলেও বাদ পড়েন সিঁথি। বাদ পড়া প্রতিযোগী হিসেবে তার নামটি ঘোষণার পর আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। সে সময় চোখ ছিলো ছলছল, কণ্ঠও ছিলো ভারী।
স্বপ্নের মঞ্চে শেষ বারের মতো কথা বলতে গিয়ে সিঁথি বলেন, ‘সারেগামাপা’কে ধন্যবাদ জানাই চমৎকার এই আয়োজনে আমাকে বাছাই করার জন্য। এই মঞ্চটাকে অনেক মিস করবো। এখানে অনেক অনেক ভালো কিছু বন্ধু পেয়েছি। সবাইকে মিস করবো। সবার সঙ্গে থেকে অনেক কিছু শিখেছি ও জেনেছি।’
সুযোগ পেলেই তিনি কলকাতা ও সারেগামাপা অনুষ্ঠানে যেতে চান বলেও জানান। তার বিদায়ে গতকালের পর্বটি শেষ হয় বিষাদের সুর বাজিয়ে। আবেগপ্রবণ ছিলেন সব প্রতিযোগী ও বিচারকরা। আবেগী ছিলেন উপস্থাপক যিশু সেনগুপ্ত নিজেও।
সারেগামাপা এর এবারের আসরের প্রধান তিন বিচারকের দ্বায়িত্বে রয়েছেন শ্রীকান্ত আচার্য, শান্তনু মৈত্র, ও মোনালী ঠাকুর।
